বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী (Central Investigating Agency) সংস্থার গাড়ি। দুর্ঘটনায় দুই সিবিআই আধিকারিক (CBI Officials) গুরুতর জখম (Critically Injured) হয়েছেন বলে খবর। পাশাপাশি আহত হয়েছেন গাড়ির চালকও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) সাত মাইল এলাকায়। এদিকে দুর্ঘটনার পর আহত সিবিআই আধিকারিক ও গাড়ির চালককে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে কোন মামলার তদন্তে তাঁরা যাচ্ছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কোচবিহার থেকে মাথাভাঙা যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সিবিআই আধিকারিকদের গাড়িটির সজোরে ধাক্কা লাগে। সিবিআই- আধিকারিকদের গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

এদিকে দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরেই আটকে পড়েন দুই সিবিআই আধিকারিক। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আহত তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।
