দিদির দূতের কাছে এলাকার বিজেপি বিধায়কের নামে ভুরি ভুরি অভিযোগ মানুষের

স্থানীয় এক মহিলা বাসিন্দা দিদির দূত বিশ্বজিৎ দাসকে অভিযোগ করে বলেন, বছর আটেক আগে তাঁর নামে জব কার্ড ইস্যু হলেও আজও তিনি তা হাতে পাননি। কিন্তু তাঁর কার্ডে দেড় লক্ষ টাকার কাজ হয়েছে

দিদির দূত হয়ে বনগাঁর বোয়ালদহ, ঘাটবাওর, চড়ুইগাছি এলাকায় গিয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। যেখানে গিয়ে এর আগে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওই এলাকার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া (Ashoke Kirtaniya)। এলাকাবাসীর ভুরি ভুরি অভিযোগ। কোথাও বেহাল রাস্তা, ভগ্নপ্রায় আইসিডিএস সেন্টার, সজল ধারা প্রকল্প নিয়ে সাধারণ মানুষ ক্ষোভের কথা জানান বিধায়ককে। বিশ্বজিৎ দাস দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন মানুষকে।

 

স্থানীয় এক মহিলা বাসিন্দা দিদির দূত বিশ্বজিৎ দাসকে অভিযোগ করে বলেন, বছর আটেক আগে তাঁর নামে জব কার্ড ইস্যু হলেও আজও তিনি তা হাতে পাননি। কিন্তু তাঁর কার্ডে দেড় লক্ষ টাকার কাজ হয়েছে। অভিযোগ শুনে বিধায়ক দফতর থেকে জানতে পারেন, ওই মহিলার জব কার্ডে কোনও কাজই হয়নি।

বিশ্বজিৎবাবু বলেন, শাসকদলের বদনাম করার জন্য বিরোধীরা কিছু মানুষকে দিয়ে এইসব মিথ্যা অভিযোগ আনছে। এদিন চড়ুইগাছি মোড় থেকে বর্ডার রোড পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে বিধায়কের কাছে অভিযোগ করেন অনেকেই। ওই রাস্তা দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। আবাস যোজনার ঘর নিয়েও অভিযোগ শুনতে হয় তাঁকে। পঞ্চায়েত প্রধানকে সেই সমস্যা সমাধানের নির্দেশ দেন বিধায়ক।