Wednesday, May 7, 2025

অমর্ত্য সেনকে নিয়ে শুভেন্দুর মন্তব্যকে কুৎসিত-কুরুচিকর-নিন্দনীয় বলে তোপ কুণালের

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে চূড়ান্ত কুরুচিকর, নিন্দনীয় বলে মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অমর্ত্য সেন একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি ভারতের গর্ব, তিনি বাঙালির গর্ব। তাঁর সমস্ত পর্যবেক্ষণই যে আমাদের পছন্দ হবে তা হতে পারে না। তার অর্থ কিন্তু এই নয় যে, যে কোনও ভাষায় তাঁকে আক্রমণ করা যায়। শুভেন্দু বলছেন, পোস্ট পোল ভায়োলেন্সের সময় তিনি কোথায় ছিলেন ! তালিবানদের পরামর্শ দেওয়ার কথা বলছেন! এটা অত্যন্ত কুৎসিত এবং নিন্দনীয়।
এদিন কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন কি না এটা অত্যন্ত চর্চিত একটি রাজনৈতিক বিষয়। এ নিয়ে অধিকাংশই ‘হ্যাঁ’ বলেন। আবার কেউ কেউ ‘না’ বলেন। অমর্ত্য সেন তাঁর নিজস্ব পর্যবেক্ষণে এই বিষয়ে একটি মন্তব্য করেছেন। সেটা আপনার পছন্দ নাও হতে পারে। তা বলে এই ভাষায় আক্রমণ ? এরপরই কুণালের কটাক্ষ, অমর্ত্য সেনকে ভারতে এলে অত্যন্ত সাবধানে থাকতে হবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাকেত গোখলেকে পুলিশের গ্রেফতারের কথা।
সাকেতের মতো অমর্ত্য সেনকে গুজরাট পুলিশ গ্রেফতার করতে পারে এয়ারপোর্ট থেকে। আবার শুভেন্দু অধিকারী অমিত শাহকে গিয়ে বলতে পারে এখনই ইডি- সিবিআই পাঠান অমর্ত্য সেনের কাছে। নিদেন পক্ষে তাঁর বাড়ির সামনে দুটো পটকা ফাটিয়ে এনআইএ চাইতে পারেন।এমনকী অমর্ত্য সেন যেন সীমান্ত এলাকায় না যান। সেক্ষেত্রে আবার বিএসএফ গ্রেফতার করতে পারে।
কুণালের সাফ কথা, শুভেন্দু পাগলের প্রলাপ বকছেন।ওর রুচি, চিন্তাভাবনা যে কতটা কুৎসিত, নিম্নমানের, নিজেই সেই পরিচয় রেখেছে।

spot_img

Related articles

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...