মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উদ্যোগে ক্রীড়াবিদদের স্বার্থে ও তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে তৈরী হয়েছে অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন বিভাগ। সেখানেই রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) বুধবার ওই ভবন ও সেখানকার পরিকাঠামো পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে একটি তিন মিনিটের ছোট্ট ভিডিওর মাধ্যমে ওই বিভাগের পরিকাঠামো ও প্রযুক্তিগত খুঁটিনাটি তুলে ধরেন হাসপাতালের অধিকর্তা মণিময় ভট্টাচার্য। তিনি বলেন এই চিকিৎসা কেন্দ্রে একই ছাদের তলায় অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে স্পোর্টস কার্ডিওলজি, স্পোটর্স ফিজিওলজি, স্পোর্টস ইনজুরি, স্পোর্টস পার্সনালরা ই সুবিধা পাবেন আগাম বুকিং এর মাধ্যমে।

মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, ‘এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তিনি চান সমস্ত ক্ষেত্রের মত খেলাধুলার জগতেও বাংলাই দেশকে পথ দেখাবে।’ মন্ত্রী জানিয়েছেন খেলাধুলার সঙ্গে যুক্ত সমস্ত সংস্থা সঙ্গে কথা বলে ও খেলোয়াড়দের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ছাড়াও তাদের ফিটনেস পরীক্ষা করার সমস্ত রকম পরিকাঠামো থাকছে এখানে।

আরও পড়ুন- অমর্ত্য সেনকে নিয়ে শুভেন্দুর মন্তব্যকে কুৎসিত-কুরুচিকর-নিন্দনীয় বলে তোপ কুণালের
