Friday, November 7, 2025

শনিবার দিনভর ব্যাহত দক্ষিণ কলকাতার জল পরিষেবা !

Date:

Share post:

সপ্তাহের শেষে দুর্ভোগ দক্ষিণ কলকাতাবাসীর কপালে। কালীঘাট (Kalighat) থেকে টালিগঞ্জ (Tollygunge), যাদবপুর (Jadavpur) থেকে বেহালা (Behala), শনিবার বেলা দশটার পর থেকে রবিবার সকাল পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ ব্যাহত হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।প্রাথমিকভাবে জানা যাচ্ছে গার্ডেনরিচ জল প্রকল্প থেকে শুরু করে পাইপ লাইনের মেরামতি এবং একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে (Booster Pumping Station) সংস্কারের কাজ চলার কারণে কিছুটা ভোগান্তির মুখে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতার (South Kolkata)বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।

গত বুধবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি অর্থাৎ শনিবার সকাল দশটার পর থেকে এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইনে মেরামতির কাজ হবে। এছাড়াও দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একাধিকবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। তাই ভবিষ্যতে যাতে স্থানীয় বাসিন্দাদের সমস্যার মধ্যে না পড়তে হয় তাই ১৪০০ মিলিমিটারের পাইপলাইনের মেরামতির কাজ হবে। এই কাজের জন্য শনিবার সকালে জল দেওয়ার পর সারাদিন বন্ধ থাকবে সরবরাহ। ৮ ও ৯ নম্বর বরো এলাকা ছাড়াও আংশিকভাবে ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বরোতেও পরিষেবা ব্যাহত হবে। পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ (Department of Drinking Water Supply) সূত্রে জানা যাচ্ছে চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লায়েলকা, গল্ফগ্রিন, গরফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকবে। ২২ জানুয়ারি সকাল থেকে পুনরায় পরিষেবা চালু হবে বলে পুরসভা সূত্রে খবর।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...