Monday, August 25, 2025

দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তি! ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আরও চিতা

Date:

Share post:

নামিবিয়ার (Namibia) পর এবার দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ভারতে আসছে চিতা (Cheetah)। ইতিমধ্যে ভারতের (India) সঙ্গে এই মর্মে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। জানা গিয়েছে, এবার ধাপে ধাপে ১০০টি চিতা আসতে চলেছে ভারতে। ৭০ বছর আগে এদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর গতবছর নামিবিয়া থেকে মহাদেশ পেরিয়ে ৮টি চিতা আনা হয় ভারতে। তাদের এখন রাখা হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জঙ্গলে (Kuno)। এবার খোদ দক্ষিণ আফ্রিকার বুনো চিতা পাকাপাকিভাবে বসবাস শুরু করবে এদেশের জঙ্গলে।

ভারতের পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী ১০ বছর ধরে ধাপে ধাপে প্রায় ১০০টি চিতা আনা হবে দেশে। তার প্রথম ধাপে আগামী ফ্রেব্রুয়ারি মাসে ১২টি চিতা আনার পরিকল্পনা হচ্ছে। উল্লেখ্য, গতবছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে যে চিতাগুলি আনা হয়েছিল, এই ১২টিকে তাদের সঙ্গেই রাখা হবে। জানা গিয়েছে, এভাবে আগামী ১০ বছর পর্যন্ত প্রতি বছর ১২টি করে চিতা আনা হবে ভারতে।

গতবছরই জানা গিয়েছিল, আগামী কয়েক বছরের মধ্যে আরও কয়েকটি আফ্রিকান চিতা (African Cheetah) ভারতে আসবে, এমনটাই জানিয়েছিলেন লরি মার্কার (Laurie Marker)। যিনি ‘প্রজেক্ট চিতা’র (Project Cheetah) মূল মধ্যস্থতাকারী ছিলেন। তিনি আরও জানান, বাঘেদের সংরক্ষণের বিষয়টিও নির্ভর করে মানুষের উপর। চিতা যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারে এবং ভারতের আবহাওয়ার সঙ্গেও মানাতে পারবে। তবে সরকারি নথিপত্র জানাচ্ছে, ভারতে শেষ চিতাটি মারা যায় ১৯৪৮ সালে ছত্তীসগঢ়ে। তার পাঁচ বছর পর ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। সেই সময় থেকে গত ৭০ বছর চিতা ছিল না দেশে।

 

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...