Sunday, November 16, 2025

বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার

Date:

Share post:

বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার। তাঁকে ‘রাসেল হেইহো ফ্লিন্ট’ ট্রফি তথা বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আইসিসি। সিভার পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্দানা, নিউজিল্যান্ডের আমেলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে। ২০২২ সালে ৩৩ আন্তর্জাতিক ম্যাচে এক হাজার ৩৪৬ রান করেছেন সিভার, পাশাপাশি শিকার করেছেন ২২টি উইকেট।
বর্ষসেরা হয়ে উচ্ছ্বসিত সিভার বলেছে, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এটা ভেবেই অবাক লাগছে যে গত বছরে বিশ্বকাপ ছিল। আর বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা আমার কেরিয়ারের অন্যতম সফলতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের ইনিংসটিও ছিল অসাধারণ।’
বর্ষসেরার পুরষ্কার পাওয়া ন্যাট সিভার বলেছেন, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এই পুরস্কার আমাকে আরও বেশি দায়িত্ব দিল। কখনও পুরস্কারের কথা ভেবে খেলিনি। গত বছর অনুষ্ঠিত হওয়া আইসিসি নারি বিশ্বকাপে ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সিভার। তার পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ড উঠেছিল বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ান বিপক্ষে ব্যাট হাতে নিজের সামর্থ প্রমাণ করেন। ১২১ বলে খেলেছিলেন অপরাজিত ১৪৮ রানের ঝলমলে ইনিংস।
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১৬৯ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটে তিনি প্রায় ৬০ গড়ে এবং ৯১.৪৩ স্ট্রাইক রেটে ২০২২ সালে ৮৩৩ রান করেছিলেন। এছাড়া বল হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৯ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৪ উইকেট নিয়েছিলেন।

 

spot_img

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...