Sunday, January 11, 2026

একইদিনে রাজস্থান-মধ্যপ্রদেশে বায়ুসেনার বিমানে দুর্ঘট*না! ভেঙে পড়ল ফাই*টার জেট

Date:

Share post:

একদিনে পরপর দুর্ঘটনার মুখে পড়ল বায়ুসেনার তিনটি বিমান। শনিবার একদিকে যেমন রাজস্থানের (Rajasthan) ভরতপুরে (Bharatpur) বায়ুসেনার (Air Force) বিমান ভেঙে পড়েছে তেমনই, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়ল দুই যুদ্ধবিমান (Fighter Jet) সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। জানা গিয়েছে, শনিবার সকালে রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। উল্লেখ্য, শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আর তার আগে বায়ুসেনার বিমানে দুর্ঘটনা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধানে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজও (Rescue)। তবে বিমানে কত জন ছিলেন, তা স্পষ্ট নয়।

অন্যদিকে একই সঙ্গে শনিবার সকালেই মধ্যপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার আরও দুই বিমান। যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ ভেঙে পড়েছে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ। উল্লেখ্য, শনিবার সকালে মধ্যপ্রদেশের আকাশে বায়ুসেনার একটি মহড়া চলছিল।  গোয়ালিওর থেকে উড়েছিল সুখোই বিমানটি। কিন্তু মাঝ আকাশে মিরাজ ২০০০-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই ভেঙে পড়ে দুটি বিমান। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, পুলিশ, উদ্ধারকারী দল।

 

 

 

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...