Sunday, August 24, 2025

বীরভূমে নতুন দুটি থানা! মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমবার বীরভূমে (Birbhum) পৌঁছনোর আগেই আরও দুটি পুলিশ থানা (Police Station) তৈরির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মহম্মদ বাজার (Muhammad Bazar) থানাকে ভেঙে মোট তিনটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল মহম্মদ বাজার, রামপুর (Rampur) এবং দেউচা (Deucha)।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মহম্মদ বাজার থানা এলাকার মধ্যেই পড়ে দেউচা পাচামি কয়লা খনি এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই জানিয়েছেন এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে দেউচা। সেখানে বড় বিনিয়োগ আসতে চলেছে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানও হবে। সেকারণেই সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রধান লক্ষ্য। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই যাতে সবকিছুই ঠিকঠাক চলে তার জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে খনি এলাকায় অশান্তি অনেকটাই কমবে বলে মত রাজনৈতিক মহলের। তবে রাজ্যে বড় থানা এলাকা ভেঙে নতুন থানা গঠনের ধারা নতুন নয়। এর আগে উত্তর ২৪ পরগনার একাধিক থানা ভাঙা হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল বীরভূমের নাম।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আজ বিকেলেই বোলপুর পৌছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে বোলপুরের সরকার ডাঙা হেলিপ্যাডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে বোলপুরেই থাকবেন তিনি। মঙ্গলবার মালদহের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে নিরাপত্তা থেকে সভাস্থল তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। আর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে এমন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...