Monday, August 25, 2025

কেন বারবার নিম করোলি বাবার আশ্রমে ছুটে যান বিরুষ্কা? চলুন একবার জেনে নেওয়া যাক

Date:

Share post:

মাঝে মধ‍্যেই শান্তির খোঁজে বিভিন্ন তীর্থস্থানে বেড়িয়ে পরেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সেক্ষেত্রে আধ‍্যাত্মিকতার খোঁজে বারবার বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রমে ছুটে যান বিরুষ্কা। এমনকি একদিনের ক্রিকেটে বিরাটের একের পর এক সেঞ্চুরি করার পিছনেও নাকি হাত রয়েছে এই নিম করোলি বাবার, এমনও গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায় কে এই বাবা? কেনই বা তাঁর কাছে ছুটে যান তারকা দম্পতি?

জানা যায়, অনেকেই এই নিম করোলি বাবাকে বলে থাকেন চমৎকারি বাবা। অনেকেই আবার বাবাকে হনুমানজির অবতারও বলে থাকেন। উত্তরপ্রদেশের আকবরপুরে জন্ম এই নিম করোলি বাবার। নিম করোলি বাবার আসল নাম হল লক্ষ্মীনারায়ণ শর্মা। শোনা যায়, মাত্র ১৭ বছর বয়সেই যাবতীয় জ্ঞান-বিদ্যা অর্জন করে ফেলেছিলেন তিনি। তাঁর ভক্তরা তাঁকে মহারাজজি নামেই ডাকেন। শুধু মাত্র ভারতই নয়, বিদেশের অনেক বড় তারকাও তাঁর সান্নিধ্যে আসেন। এই তারকাদের তালিকায় রয়েছেন স্টিভ জবস, জুলিয়া রবার্টস ও মার্ক জুকেনবার্গের মতো ব্যক্তিত্বও। জানা যায় বাবা ইতিমধ্যেই হনুমানজির ১০৮টি মন্দির তৈরি করেছেন। মাত্র এগারো বছর বয়সে বাবা-মায়ের ইচ্ছের কারণে বিয়ে করেন মহারাজজি। তবে বিয়ের কিছু দিনের মধ্যেই সাধু হওয়ার জন্য সংসারজীবন ত্যাগ করেন তিনি। পরে বাবার অনুরোধে ফের সংসার জীবনে ফেরেন তিনি। দু’টি পুত্র ও একটি কন্যাসন্তানের বাবা হন তিনি।

তিনি বলে থাকেন জীবসেবাই ভগবানের সান্নিধ্যে থাকার সহজতম উপায়। এই মতই প্রচার করেন নিম করোলি বাবা। নিম করোলি বাবা বলেন, ‘‘সংযুক্তি ও অহংবোধ ঈশ্বর উপলব্ধির সবচেয়ে বড় বাধা।’’ ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসে মারা যান নিম করোলি বাবা। তাঁর মৃত্যুর পর তাঁর ভক্তরা ভারত ও আমেরিকার বিভিন্ন শহরে বাবার আশ্রম তৈরি করেন।

আরও পড়ুন:রঞ্জি ট্রফির দ্বিতীয় দিনের শেষে ঝাড়খণ্ডের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

spot_img

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...