ফেব্রুয়ারির শুরুতে ফের নামল তাপমাত্রার পারদ

Date:

Share post:

পূর্বাভাস অনুযায়ী ফের নামল তাপমাত্রার পারদ। জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদল চলছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত শীতের আমেজ থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা কমবে। ফলে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের তাপমাত্রা নিম্নগামীই থাকবে। ৭, ৮ এবং ৯ ফেব্রুয়ারি তা ঊর্ধ্বগামী হবে। ১০, ১১ ফের তাপমাত্রা নিম্নগামী হবে।
দিনের তাপমাত্রাতেও রাতারাতি পরিবর্তন এসেছে। ফলে ফেব্রুয়ারির শুরুতে ফের একবার শীতের আমেজ ফিরল বঙ্গে। বেজায় খুশি শীতপ্রেমীরা। যাওয়ার বেলাতেও শীত এক ঝোড়ো ইনিংস খেলতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই আমেজ আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এই মরশুমে তাপমাত্রা পতনের আর কোনও সম্ভাবনা নেই। এদিকে, পার্বত্য ও সমতল, তরাই, ডুয়ার্সেও রবিবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। মালদা, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত দিনের ও রাতের তাপমাত্রার মধ্যে ফারাক কমবে। ফলে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।

 

spot_img

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...