Sunday, August 24, 2025

৫০ বছর অতিক্রান্ত! যোগী রাজ্যে সরকারি ট্রেজারিতে ইন্দিরা গান্ধীর কয়েক লক্ষ টাকার রুপো

Date:

Share post:

দীর্ঘ ৫০ বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) সম্পত্তি (Wealth) পড়ে রয়েছে। যার কোনও দাবিদার নেই। ১৯৭২ সাল থেকে কমপক্ষে ৭৩ কেজি রুপো গচ্ছিত রয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনৌরের (Bijnor) জেলা ট্রেজারিতে (District Treasury)। তবে এখনও পর্যন্ত প্রয়াত প্রধানমন্ত্রীর পরিবারের তরফে রুপোর উত্তরাধিকার হিসাবে কেউ আবেদন করেননি বলে খবর। বর্তমান বাজারে ওই রুপোর দাম আনুমানিক ৫১ লক্ষ টাকা। মঙ্গলবারই এমন তথ্য সামনে এনেছেন বিজনৌরের জেলা ট্রেজারির অধিকর্তা সুরজ কুমার।

উল্লেখ্য, ৫০ বছর আগে এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ তৈরির কাজ চলছিল বিজনৌরের কালাগড়ে (Kalagarh)। ১৯৭২ সালে ওই নির্মাণ কাজ চলার সময় ধন্যবাদজ্ঞাপন করতে ইন্দিরা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানকার মানুষ। ওইদিনই কালাগড় বাঁধ নির্মাণে কর্মরত শ্রমিক এবং সাধারণ মানুষ দাঁড়িপাল্লায় ওজন করে ইন্দিরা গান্ধীর সমান ওজনের রুপো উপহার দেন। যার ওজন ছিল কমপক্ষে ৭৩ কেজি। তবে সেখান থেকে দিল্লি ফিরে যাওয়ার সময় ইন্দিরা গান্ধী এই উপহার তাঁর সঙ্গে নেননি। আর সেকারণেই বিজনৌর জেলা কোষাগারে ওই রুপো রেখে দিয়েছিল তৎকালীন প্রশাসন। তারপর থেকে আজ পর্যন্ত ইন্দিরা গান্ধীর আমানত সেখানেই গচ্ছিত আছে।

অন্যদিকে, ওই রুপো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) কাছে হস্তান্তরের জন্য আগেভাগেই চিঠি লেখেন কোষাগারের আধিকারিকরা। কিন্তু ব্যক্তিগত সম্পত্তি বলে তা নিতে অস্বীকার করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরে রাজ্য সরকারের মতামত জানতে চাওয়া হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি। আর সেকারণেই এখনও বিজনৌরের সরকারি কোষাগারে পড়ে রয়েছে ইন্দিরা গান্ধীর আমানত।

তবে ৭০ বছর বয়সী বর্ষীয়ান কংগ্রেস নেতা ধরমবীর সিং (Dharamveer Singh) জানিয়েছেন, আমি এই পুরো বিষয়টার সাক্ষী ছিলাম। ইন্দিরাজিকে তাঁর ওজনের মাপের রুপো দেওয়া হয়েছিল। তবে সেই সময় ইন্দিরা গান্ধীর ওজন ছিল ৬৪ কেজি কিন্তু স্থানীয়রা এতটাই আনন্দিত ছিলেন যে তাঁরা অত অল্পেতে থামেননি।

 

 

spot_img

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...