শহরে ফের ইডির তল্লাশিতে মিলল বিপুল অঙ্কের নগদ টাকা। এখনও পর্যন্ত প্রায় এক কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে এমনই জানা গিয়েছে। এদিন বেলার দিকে বালিগঞ্জে এক নির্মাণকারী সংস্থার দফতের হানা দেয় ইডির একটি টিম। শুরু হল তল্লাশি।

ম্যারাথন তল্লাশির পর ওই অফিসের মধ্যে থেকেই বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। কাউন্টিং মেশিন নিয়ে এসে টাকা গোনার কাজ চলছে। এখনও পর্যন্ত প্রায় এক কোটি টাকারও বেশি পাওয়া গিয়েছে। টাকা গোনার কাজ চলছে। ফলে টাকার অঙ্ক আরও বাড়বে তা নিশ্চিত।

ইডি সূত্রে জানা গিয়েছে, গজরাজ গ্রুপ নামে ওই নির্মাণকারী সংস্থার ওপর অনেকদিন ধরেই নজর রাখছিলেন ইডির গোয়েন্দারা। অবশেষে বুধবার গজরাজ গ্রুপের অফিসে হানা দিল ইডি। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছি কিনা তা জানা যায়নি। কড়া নিরাপত্তার মধ্যে ওই বিল্ডিংয়ে এখনও তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা।