Monday, August 25, 2025

নাবালিকাকে ধর্ষ*ণের অভিযোগ, কাঁথি আদালতে আত্মসমর্পণ ছাত্রনেতার

Date:

Share post:

কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ছাত্রনেতা শুভদীপ গিরি । তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।সেই অভিযোগের জন্য জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। কিন্তু উধাও হয়ে যান শুভদীপ।শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কাঁথি শহরের জালালখাবার এলাকার বাসিন্দা শুভদীপ গিরির বিরুদ্ধে এক নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।ঘটনা জানাজানি হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই নাবালিকার পরিবার।শুধুমাত্র ধর্ষণের অভিযোগই নয়,দুজনের অন্তরঙ্গ ছবি সামনে রেখে ওই নাবালিকাকে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছিল শুভদীপ গিরির বিরুদ্ধে।
হাই কোর্টে মামলার শুনানিতে ওই ছাত্রনেতাকে আত্মসমর্পণের কথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুভদীপের আইনজীবী ডিভিশন বেঞ্চে যান। যদিও এই মামলায় হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুভদীপের আইনজীবী কিশোর দত্ত জানিয়েছিলেন, ছাত্রনেতা পলাতক নন। অন্যদিকে, নির্যাতিতার পরিবারের আইনজীবী শুভদীপের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই নির্যাতিতার পরিবার বিভিন্ন হুমকি পাচ্ছেন।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি শুভদীপ গিরির বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। নাবালিকার মা পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছিলেন, তাঁর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, কিছু ভিডিও রেকর্ড করে তা দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। নাবালিকার বাবার দাবি করেছিলেন, শুভদীপ গিরি রাজনৈতিক প্রভাব খাটিয়েছিল। পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন তিনি।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...