Saturday, January 10, 2026

High Court: ঝালদা পুরসভার চেয়ারম্যান শীলাই, ৩০ জুন পর্যন্ত সামলাবেন দায়িত্ব

Date:

Share post:

ডিভিশন বেঞ্চের (Division Bench) পর এবার সিঙ্গল বেঞ্চেও (Single Bench) বহাল থাকল একই রায়। আগামী ৩০ জুন পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারম্যান পদে থাকবেন শীলা চট্টোপাধ্যায়ই (Shila Chatterjee)। শুক্রবার সিঙ্গল বেঞ্চের তরফে এমনই নির্দেশ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। পাশাপাশি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সুদীপ কর্মকারকে (Sudip Karmakar) বহাল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের উপরেও ৩০ জুন পর্যন্ত স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ বৃহস্পতিবারই দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Divison Bench)। মূল মামলা সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়। আর শুক্রবার সেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি ঝালদার মহকুমা শাসক শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থী পদ খারিজ করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। সেই সিদ্ধান্তেও এবার স্থগিতাদেশ জারি থাকবে বলে এদিন সাফ জানিয়েছে হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। একইসঙ্গে সুদীপ কর্মকারকে নতুন চেয়ারম্যান করার সিদ্ধান্তের উপরও স্থগিতাদেশ দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয় আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দুকেই পুরসভা চালাতে হবে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাই বৃহস্পতিবারই সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়।

 

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...