Wednesday, November 5, 2025

মাড়গ্রামে মৃ*ত তৃণমূল কর্মীদের বাড়িতে শতাব্দী! পরিবারকে সরকারি চাকরির আশ্বাস সাংসদের

Date:

Share post:

মাড়গ্রামে (Margram) বোমাবাজির ঘটনায় মৃত তৃণমূল নেতাদের (TMC Leaders) পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। সোমবার পরিবারের একজনকে সরকারি চাকরির আশ্বাস দেন তিনি। সোমবার সকালেই মাড়গ্রামে নিহত দুই তৃণমূল কর্মী নিউটন শেখ (Newton Seikh) ও লাল্টু শেখের (Laltu Seikh) বাড়িতে যান সাংসদ। সেখানে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের সমস্ত অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এরপরই শতাব্দী জানান, দু’টি পরিবারই তাঁদের অবিভাবক হারিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছেন। তাই এই পরিবারের একজন যাতে সরকারি চাকরি পান সেই বিষয়টি আমি দেখব। বিষয়টি নিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জানাবেন এবং তাঁরা যাতে দ্রুত চাকরি পান সেই বিষয়টি তিনি তদারকি করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে আচমকাই উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রাম। মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তাঁর বন্ধু নিউটন শেখ ও সুজাউদ্দিন নামে তিন তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। ঘটনায় স্থানীয় কংগ্রেস নেতা (Congress Leader) সুজাউদ্দিন, তার ছেলে শেখ লাকি, শেখ বাপির দিকে আঙুল ওঠে। পরবর্তীতে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপরই তল্লাশি চালিয়ে মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় ৩ ব্যাগ বোমা।

তবে এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর মাড়গ্রাম থানায় যান সাংসদ শতাব্দী রায়। ইতিমধ্যে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ সাতজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পাশাপাশি বাকী অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতারের দাবি জানান তিনি। পাশাপাশি রবিবারই বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাজল শেখ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি জানিয়েছেন, জেলে বসেই নাকি বীরভূমের দায়িত্ব সামলাচ্ছেন অনুব্রত মণ্ডল। আর এই বিষয়ে সাংবাদিকরা শতাব্দী রায়কে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি কাজলের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...