আজ বঙ্গে শেষ শীতল দিন! কাল থেকেই ফের চড়বে তাপমাত্রার পারদ

মাঝ ফেব্রুয়ারিতে প্রেম দিবসে বসন্তের সময় আচমকাই শীতের আগমন ঘটেছিল। গত দু’দিনে ভোরের কুয়াশা আর শিরশিরানি ঠান্ডা হাওয়ার দরুন শীত ভালোই অনুভূত হচ্ছিল। আজ, বুধবারও ভোর থেকেই শীত শীত ভাব।পাকাপাকিভাবে শীত বিদায়ের আগে উঁকিঝুঁকি দিচ্ছে শীত।তবে আবহাওয়াবিদরা বলছে, আজই বঙ্গে শীতের শেষদিন।আগামিকাল থেকেই ফের চড়বে তাপমাত্রার পারদ।বাড়বে আদ্রর্তাজনিত অস্বস্তিও।

আরও পড়ুন:প্রেম দিবসে কলকাতায় ফের শীতের আমেজ!

বুধবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। মঙ্গলবার  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি বা কুয়াশার কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা এখনও থাকবে।পার্বত্য জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।