Thursday, August 21, 2025

২৪ ঘণ্টা পেরলেও মিলল না নিস্তার! বিবিসির অফিসে ‘সমীক্ষা’ জারি আয়কর দফতরের

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) তথ্যচিত্র (Documentary) ঘিরে বিজেপির (BJP) আপত্তির মধ্যেই বিবিসির (BBC) অফিসে আয়কর দফতরের ‘সমীক্ষা’ ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতভর তল্লাশি চলার পর বুধবারও দিল্লি (Delhi) ও মুম্বাই (Mumbai) অফিসে চলছে আয়কর হানা (Income Tax Raid)। মঙ্গলবারই আয়কর দফতরের আধিকারিকরা সাংবাদিকদের ফোন (Mobile Phone) ও ল্যাপটপ (Laptop) বাজেয়াপ্ত (Seized) করে। যদিও তল্লাশি শুরু হওয়ার ঘণ্টা ছয়েক পরে কর্মচারীদের অফিস থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়। তবে তাঁদের প্রত্যেকের ল্যাপটপগুলি (Laptops) স্ক্যান করার পরই মেলে নিস্তার। সূত্রের খবর, কিছু কর্মচারীর সঙ্গে আইটি কর্মকর্তাদের বাকবিতণ্ডা শুরু হয়। পাশাপাশি সংবাদ সংস্থাটির আর্থিক বিষয়ক ইলেকট্রনিক (Electronics) এবং কাগজের নথির প্রতিলিপি করা হচ্ছে।

তবে করফাঁকি মামলায় কারচুপির অভিযোগেই বিবিসির অফিসে সমীক্ষা চালাচ্ছে আয়কর দফতর। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি করা বিবিসির তথ্যচিত্রকে ভারত সরকারের নিষিদ্ধ করার প্রেক্ষিতে এই আয়কর অভিযান ঘিরে প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকারের ভূমিকা। তবে বিবিসির এক সাংবাদিক জানান, তাঁদের ল্যাপটপে লগ ইন করতে বলা হয়। তারপর ডেস্কটপে সার্চ অপশনে গিয়ে TAX শব্দটি লিখে সার্চ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিবিসির দিল্লির দফতরে হাজির হন কমপক্ষে ১৫ জন আয়কর অধিকর্তা। শুরু হয় ‘সমীক্ষা’র কাজ। তবে মঙ্গলবার রাত পেরিয়ে বুধবার সকালেও সেই ‘সমীক্ষা’ শেষ হয়নি। সংবাদ সংস্থা সূত্রে খবর, আয়কর দফতরের আধিকারিকরা বিবিসির আর্থিক বিষয়ক বিভাগের পদাধিকারীদের সঙ্গে কথা বলেন।

তবে বিবিসির অফিসে আয়কর দফতরের ‘সমীক্ষা’ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় দেশ। বিরোধীদের অভিযোগ, মোদিকে নিয়ে সমালোচনামূলক তথ্যচিত্র তৈরি করারই মাসুল দিতে হচ্ছে ইংল্যান্ডের জাতীয় সংবাদমাধ্যমকে। তবে এভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে সংবাদমাধ্যমকে হেনস্থা ‘অত্যন্ত পীড়াদায়ক’ বলেই মোদি সরকারের সমালোচনা করেছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...