বৃহস্পতিবার থেকে চালু মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ কন্ট্রোল রুম !

পর্ষদ সূত্রে খবর সরকারি নির্দেশিকা মেনে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হল, পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও কোন মিটিং মিছিল করা যাবে না।

শুরু হতে চলেছে ছাত্র-ছাত্রীদের স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Examination)। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বলেই মধ্যশিক্ষা পর্ষদের (Board of Secondary Education) তরফে জানানো হয়েছে, চলবে ৪ মার্চ পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষা দেবেন প্রায় ৭ লক্ষ পড়ুয়া। ছাত্রছাত্রীদের সুবিধার্থে বৃহস্পতিবার থেকেই কন্ট্রোল রুম চালু করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)।

পর্ষদ সূত্রে খবর সরকারি নির্দেশিকা মেনে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হল, পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোথাও কোন মিটিং মিছিল করা যাবে না। সল্টলেকে পর্ষদের মূল কার্যালয়ে কন্ট্রোল রুমের দু’টি ফোন নম্বর হল- (০৩৩ )২৩২১- ৩৮২৭ এবং (০৩৩) ২৩৫৯-২২৭৪. পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কন্ট্রোল রুমে ফোন করে পরীক্ষার্থী ও অভিভাবকরা যে কোনও ধরনের সমস্যার কথা জানাতে পারবেন। পাশাপাশি এই বছর একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। elixam নামের অ্যাপের মাধ্যমে সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালান হবে। অডিও এবং ভিডিও মেসেজ-ও এই অ্যাপের মাধ্যমে আদানপ্রদান করা যাবে।