Friday, December 19, 2025

মাসুল বাড়া নিয়ে টানাপোড়েন,কেবল টিভিতে বন্ধ অধিকাংশ পে চ্যানেল

Date:

Share post:

জনপ্রিয় টিভি চ্যানেলগুলি দেখতে পাচ্ছেন না দেশের প্রায় সাড়ে চার কোটি পরিবার। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে। শনিবার দুপুর থেকে কেবল টিভি থেকে উধাও প্রিয় সব পে চ্যানেল। একদিকে জনপ্রিয় ধারাবাহিক যেমন দেখা যাচ্ছে না, তেমনই প্রিয় দলের ‘পারফরম্যান্স’ দেখা থেকেও বঞ্চিত হচ্ছেন খেলাপ্রেমীরা।জানা গিয়েছে, যা পরিস্থিতি তাতে আপাতত কেবলে জনপ্রিয় চ্যানেলগুলি ফের তড়িঘড়ি দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

কারণ, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)-এর নতুন মাসুল নীতি কার্যকর হওয়ার পর দাম বাড়িয়ে এমএসও-দের সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় চ্যানেলগুলির মালিকপক্ষ। তাঁদের ঠিক করে দেওয়া দামেই এমএসও এবং কেবল আপরেটারদের চ্যানেল চালাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই দাবি একতরফা ভাবে মেনে না নেওয়ায় কলকাতার সঙ্গে সারা দেশেই কেবল টিভির জনপ্রিয় চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যে কেবল অপারেটরা বেশি খরচের নিউ ট্যারিফ অর্ডারে সই করেনি তাদের সঙ্গে এমনটা করা হয়েছে।

অল ইন্ডিয়া ডিজিটাল কেবল ফেডারেশন জানিয়েছে, তারা ওই চুক্তিতে সই করেনি।তাদের বক্তব্য, এর ফলে কেবল ব্যবহারে ২৫-৩৫ শতাংশ খরচ বাড়বে। যে বোঝা চাপবে গ্রাহকদের উপরেই। তাই এই বিষয়ে আইনি পথে হাঁটতে চান তারা।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইডিয়াল কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশনের সাত সদস্য। তাঁদের বক্তব্য, এই বর্ধিত মূল্য কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। একতরফা ভাবে চ্যানেলের দাম বাড়ালে গ্রাহক যেমন কমে যাবে, তেমনই সর্বস্তরের ব্যবসার ক্ষতি হবে। দু’পক্ষের অনড় অবস্থানের ফলে পরিস্থিতি কঠিনতর হয়েছে।যা পরিস্থিতি এখনই সমস্যা মেটার কোনও সম্ভাবনা নেই।

শুধুমাত্র কলকাতাতেই নয়, দেশের প্রায় সব প্রান্তেই কম বেশি মামলা দায়ের হয়েছে। দিল্লি, আমদাবাদ, তেলঙ্গানা-সহ কলকাতাতেও কেবল অপারেটাররা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার আদালতে সেই সংক্রান্ত শুনানিও রয়েছে।

 

 

 

 

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...