রাজ্য জুড়ে সবুজ ঝড়। কোথাও কোথাও গেরুয়া নিশান। বিধানসভায় (Bidhansabha) ধুয়ে মুছে সাফ লাল পতাকা। কিন্তু ৪৬ বছরেও নদিয়ার (Nadia) তেহট্টের কৃষি উন্নয়ন সমবায় সমিতি (Agricultural Development Cooperative Society of Tehatta)থেকে মোছেনি লাল রং। রবিবার, ওই সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল। মোট ভোটার ১৭৯৯ জন। মোট ৭২ আসনের মধ্যে ৬৭টিতেই জয়ী হয়েছেন CPIM সমর্থিত প্রার্থীরা। তৃণমূল (TMC) পেয়েছে মাত্র ৫টি আসন। ৩৪টি আসনে BJP প্রার্থী দিলেও খাতা খুলতেই পারেনি।

১৯৭৭ সাল থেকে নদিয়ার তেহট্টের কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয় পাচ্ছে বামেরা। ২০১১-র ঘাসফুলের ঝড়েও সেই আসন টলেনি। তাহেরপুর পুরসভা ভোটেও ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টিতেই জয় পেয়েছিল বামেরা। ৫টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল৷ সারা বাংলায় একমাত্র ওই পুরসভাই দখলে ছিল বামেদের৷ সমবায় সমিতির নির্বাচনে জয়ের ধারা অব্যাহত। এই সাফল্যে উৎসাহিত বাম কর্মী-সমর্থকরা। তবে, এই ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
