Sunday, August 24, 2025

চাকরি হারিয়ে নিজেদের সংস্থা খুললেন গুগলের ৭ প্রাক্তন কর্মী

Date:

Share post:

চাকরি গিয়েছে। প্রথমটাই খানিকটা দমে গেলেও হার মানেননি গুগলের ৭ প্রাক্তন কর্মচারী। ছাঁটাইয়ের নোটিশ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের স্টার্টআপ সংস্থা খুলে ফেলেছেন তাঁরা।

আরও পড়ুন:Google Layoffs: বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে গুগল!

হেনরি কার্ক গত আট বছর ধরে কাজ করছিলেন গুগলে। সম্প্রতি আর্থিক মন্দার কারণে খরচ বাঁচানোর লক্ষ্যে ১২০০০ কর্মীকে ছাঁটাই করে গুগল। মাস খানেক আগে তাঁদের সঙ্গেই বাদ পড়েন সিনিয়র ম্যানেজার কার্ক। কিন্তু অপ্রত্যাশিতভাবে চাকরি হারানোর পরেও ভেঙে পড়েননি তিনি। বরং, নতুন কিছু করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। তাঁর সঙ্গে হাত মিলিয়েছিলেন গুগল থেকে বাদ পড়া আরও ছ’জন কর্মী।
লিঙ্কডইনে পুরো ঘটনাটি শেয়ার করেছেন কার্ক। জানিয়েছেন, তিনি নিজেকে এবং টিমের বাকি সদস্যদের ৬ সপ্তাহ সময় দিয়েছিলেন। তার মধ্যেই নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে নিজেদের জন্য নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও তৈরি করবেন বলে মনস্থির করেছিলেন তাঁরা।
ছাঁটাইয়ের আগে ২ মাসের নোটিস পিরিয়ড দেওয়া হয়েছিল তাঁকে, যেটা কিনা সামনের মার্চ মাসে শেষ হচ্ছে। তার মধ্যেই নিজেকে দেওয়া কথা রেখেছেন কার্ক। নতুন উদ্যোগের কথা জানিয়ে গত সপ্তাহে একটি লিঙ্কডইন পোস্টে কার্ক লিখেছিলেন, ‘আমার হাতে আর ৫২ দিন আছে। আমি আপনাদের সাহায্য চাই। আমি সব সময় বিশ্বাস করি কঠোর পরিশ্রমের মূল্য পাওয়া যাবেই যাবে। হয়তো এখনকার পরিস্থিতিতে সেই বিশ্বাসের প্রতি সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে, জীবনের এই পরিবর্তনগুলো অনেক অভিনব সুযোগও নিয়ে আসে।’
তিনি আরও লেখেন, ‘আজ আমি এক ধাপ এগিয়ে জীবনের এই দুর্দশাকে নতুন সুযোগে পরিণত করতে চলেছি। আমি গুগলের ৬ জন অসাধারণ প্রাক্তন কর্মীর সঙ্গে কাজ শুরু করেছি। আমরা নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে নতুন ডিজাইন এবং ডেভেলপমেন্ট স্টুডিও খুলছি। হয়তো সেসব করার জন্য এটা সবচেয়ে খারাপ সময়। কিন্তু সেটাই এই কাজের সবচেয়ে উৎসাহের এবং চ্যালেঞ্জিং অংশ।’
কার্ক জানিয়েছেন, তাঁদের নতুন সংস্থায় অন্যান্য সংস্থার অ্যাপ, ওয়েবসাইট ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য ডিজাইন এবং রিসার্চ টুল পাওয়া যাবে।

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...