Wednesday, January 14, 2026

বাবাকে পদ থেকে সরিয়েছিলেন ইন্দিরা: বিস্ফোরক জয়শঙ্কর, পাল্টা তৃণমূল

Date:

Share post:

১৯৮০ সালে ক্ষমতায় ফেরার পর বাবাকেই প্রতিরক্ষা সচিবের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী(Indira Gandhhi)। বুধবার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই গুরুতর অভিযোগ তুললেন প্রাক্তন আমলা তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। তবে জয়শঙ্করের এহেন মন্তব্যের পাল্টা তোপ দাগতে ছাড়ল না তৃণমূল(TMC)। এপ্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সাংসদ জহর সরকার বলেন, স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন জয়শঙ্কর।

সংবাদ সংস্থা এএনআইকেদেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “১৯৮০ সালে ক্ষমতায় ফিরেই প্রতিরক্ষা সচিবের পদ থেকে আমার বাবাকে সরিয়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপর রাজীব গন্ধীর আমলেও বাবাকে সাসপেন্ড করা হয়। জুনিয়র অফিসারকে বসানো হয় ক্যাবিনেট সচিব পদে।” একইসঙ্গে তিনি বলেন, চাকরি জীবন শেষে শুধুমাত্র একটা কারণেই তিনি বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন। কারণ এই দলই পারবে ভারতকে উন্নতির পথে এগিয়ে দিতে। জয়শঙ্করের মন্তব্যের পাল্টা তৃণমূল সাংসদ জহর সরকার জয়শঙ্করের বাবা কে সুব্রহ্মণ্যমের একটি মন্তব্য তুলে ধরেন। যেখানে মোদিকে আক্রমণ শানিয়ে কে সুব্রহ্মণ্যম বলেছিলেন, “গুজরাটে আসলে ধর্মের মৃত্যু হয়েছিল। ভগবান রামের উচিত ছিল গুজরাটের অসুর শাসকের বিরুদ্ধে ধনুক তুলে ধরা।” এরপরই কটাক্ষ করে জহর বলেন, “এমন বাবার সন্তান হয়ে অসুরের সেবা করতেই ব্যস্ত তিনি। লজ্জা হওয়া উচিত।”

একইসঙ্গে জয়শঙ্করের স্মৃতিভ্রংশ হয়েছে বলে কটাক্ষ করে জহর বলেন, “নিজের কার্যকালের অনেকটাই কংগ্রেস (Congress) জমানায় কাটিয়েছেন জয়শঙ্কর। সেই সময় ভাল পদ, ভাল পোস্টিং সবকিছুই পেয়েছেন। গান্ধীদের প্রতি তাঁর আনুগত্য নিয়েও প্রশ্ন ছিল না। এখন কি তাহলে স্মৃতিভ্রংশের কারণে সব ভুলে গিয়েছেন? নাকি বিজেপিতে নিজেকে আরও জনপ্রিয় করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন?”

spot_img

Related articles

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...

আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি

ফের কলকাতা হাই কোর্টে (Caltutta High Court) জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার,...