Thursday, August 21, 2025

সাগরদিঘির “শুভেন্দু ঘনিষ্ঠ” কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে চাকরির টোপ দিয়ে “যৌ*ন হে*নস্তা”র অভিযোগ

Date:

Share post:

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নামমাত্র একটি উপনির্বাচন হলেও ইতিমধ্যেই তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

সাগরদিঘিতে এবার লড়াইয়ের ময়দানে নেই বামেরা। আবার বিজেপি বুঝেছে তাদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই নামে ত্রিমুখি লড়াই হলেও কার্যত শাসক তৃণমূলের বিরুদ্ধে রামধনু জোট করেছে বিরোধীরা। নীতি-নৈতিকতা দূরে সরিয়ে “অশুভ জোট”র প্রার্থী কংগ্রেসের হাত চিহ্নে কোটি কোটিপতি ব্যবসায়ী বায়রন বিশ্বাস। অফিসিয়ালি কংগ্রেস প্রার্থী হলেও বায়রন আদপে দলবদলু বিজেপি নেতার পছন্দের প্রার্থী। শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেস প্রার্থীর ঘনিষ্ঠতা আগেই ফাঁস করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীর সমর্থনে সাগরদিঘিতে নির্বাচনী জনসভায় গিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে ”কংগ্রেস-বিজেপি আঁতাত”-র অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় অভিষেক। এবং তাঁর দাবি, কোনওভাবে কংগ্রেস প্রার্থী জিতে গেলে তিনি বিজেপিতে যোগ দেবেন।

ঠিক সেই আবহে দাঁড়িয়ে এবার সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। হাওড়ার বাসিন্দা এক মহিলাকে চাকরির টোপ দিয়ে হোটেলে ডেকে দিনের পর দিন যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। হেনস্থার শিকার ওই মহিলা সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগকারী মহিলা লিখিত অভিযোগে জানিয়েছেন, সাগরদিঘির কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বিগত কয়েক বছর ধরে ওই মহিলার সঙ্গে যোগাযোগ রেখেছেন। এমনকী চাকরি দেওয়ার অজুহাতে তাকে নানাভাবে তাঁকে নানভাবে হয়রানি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অভিযোগকারী মহিলার আরও দাবি, বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে বিরক্ত করছেন সাগরদিঘির কংগ্রেস প্রার্থী। গোটা ঘটনার কথা কাউকে জানালে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই মহিলা। মহিলার দাবি তিনি তাঁর স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। নিতান্ত বাধ্য হয়েই তিনি এই অভিযোগ জানিয়েছেন।

মহিলার দাবি, তাঁকে দিনের পর দিন হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জোর করে বেশ কিছু আপত্তিকর ছবি তোলা হয়েছে। এখন সেই ছবি গুলি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে দাবি করেছেন ওই মহিলা। সাগরদিঘির ভো়টারদের বায়রনকে ভোট না দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- উত্তরবঙ্গে জাতীয় সড়ককে ঘিরে শিল্পের জন্য জমি চিহ্নিতকরণের প্রস্তাব রাজ্যের

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...