Thursday, August 21, 2025

মহানগরের ৩ জায়গায় রহস্যমৃ*ত্যু, যোগসূত্র কী!

Date:

Share post:

সপ্তাহের শেষ দিনে শহর কলকাতার (Kolkata) একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে কলকাতার রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায়। রবিবার বাড়ি থেকে বাবা, মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তবে কীভাবে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত গৃহকর্তা একজন ব্যবসায়ী এবং তাঁর মেয়ে আইনের ছাত্রী। ব্যবসায় বিপুল লোকসানের কারণেই আত্মঘাতী (Suicide) হয়েছে গোটা পরিবার। দেহগুলি উদ্ধারের সময় তাতে পচন ধরে গিয়েছিল বলেই জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে।

অন্যদিকে, রবিবারই চারু মার্কেট (Charu Market) থানা এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। টালিগঞ্জ রোডে খালের ধার থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। তবে ঠিক কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে তদন্তে নেমেছে চারু মার্কেট থানা। এদিকে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যুবকের শরীরের কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতদেহের পাশে মাদকের প্যাকেট মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। মৃত যুবক মাদকাসক্ত ছিলেন কিনা তা জানার চেষ্টা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পাশাপাশি পঞ্চসায়র থানা এলাকার নয়াবাদে (Nayabad) অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর রহস্যমৃত্য়ু। আবাসনের ছাদ থেকেই উদ্ধার হয়েছে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ৬৭ বছরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম বিজয় মণ্ডল। শনিবার রাত আড়াইটে নাগাদ নয়াবাদের আবাসনের ছাদে প্রতিবেশীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পঞ্চসায়র থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। তবে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কী না তা খতিয়ে দেখছে পঞ্চসায়র থানার পুলিশ।

 

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...