Saturday, August 23, 2025

বিজ্ঞাপনে ‘আজাদ’হীন কংগ্রেস, প্রবল সমালচনার মুখে ক্ষমা চাইল হাত শিবির

Date:

Share post:

কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে দেশের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল কংগ্রেসের(Congress) তরফে। তবে সেই বিজ্ঞাপন থেকে উধাও হয়ে গেল কংগ্রেসের দুই বারের সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের(Abul Kalam Azad) ছবি। এই ঘটনায় ব্যাপক সমালচনার মুখে পড়েছে শতাব্দী প্রাচীন দল। বেহগতিক বুঝে এবার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হল হাত শিবিরের প্রবীণ নেতা জয়রাম রমেশকে(Jayram Ramesh)। সোমবার টুইট করে তিনি জানালেন, অমার্জনীয় ভুল হয়ে গিয়েছে। এই গাফিলতির জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

গত রবিবার কংগ্রেসের প্লেনারি অধিবেশন উপলক্ষে সংবাদপত্রে এক বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে তুলে ধরা হয় কংগ্রেসের অতীত গৌরব। বিজ্ঞাপনে দেখা যায় অতীতে দেশের তথা কংগ্রেসের গৌরবময় নেতৃত্বের ছবি। যেমন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর পাশাপাশি ওই বিজ্ঞাপনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরও ছবি দেওয়া হয়। বিজ্ঞাপনটির নীচে ছিল দলের বর্তমান শীর্ষ নেতৃত্ব সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রাক্তন দুই সভাপতি সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি। তবে দুদফায় কংগ্রেস সভাপতি হওয়া মৌলানা আবুল কালাম আজাদের ছবি ছিল না সেখানে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক তৈরি হয়। বহু কংগ্রেস নেতা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করা হয়, ইচ্ছাকৃত ভুল’ করেছে কংগ্রেস। আজাদের ‘অপমানে’ কংগ্রেসত্যাগী গুলাম নবি আজাদ জানান, কংগ্রেসের এই ‘বিজেপিঘেঁষা নীতি’র কারণেই তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন। প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য ক্ষমা চাইল কংগ্রেস।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...