Saturday, November 8, 2025

অপারেশন সাকসেসফুল, হাসপাতালের বেড থেকে নিজেই জানালেন কুণাল

Date:

Share post:

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) আয়োজিত “রিপোটার্স কাপ”-এ (Reporters Cup) খেলতে গিয়ে বাঁ-পায়ে গুরুতর চোট পান কুণাল ঘোষ (Kunal Ghosh)। ফাইনাল ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। শুরুতে বুঝতে না পারলেও ম্যাচ শেষে যন্ত্রনা অনুভব করেন। দেরি না করে চিকিৎসকদের পরামর্শে এক্স-রে (X-Ray) করান কুণাল। তখনই দেখা যায় চোট গুরুতর। বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে। বসাতে হবে প্লেট (Plate)। করতে হবে অস্ত্রোপচার (Operation)। তারই মাঝে অবশ্য ভাঙা পা নিয়ে পূর্ব মেদিনীপুরে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি, গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার আগের মুহূর্তেও একটি টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক বিতর্কের আসরেও তৃণমূলের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ।

আজ, বুধবার সকালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল। পায়ে প্লেট বসার পর অপারেশন টেবিলে শোওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই সে খবর জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। আপাতত কয়েকটা দিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে হাসপাতালেই।

এদিন সফল অস্ত্রোপচার পর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানেই ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের। তাঁর কথায়, “ভাঙা পায়ে প্লেট বসেছে। ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং অপারেশন টেবিলের সকলকে ধন্যবাদ। সুন্দর পরিবেশ। ধন্যবাদ ডাঃ পার্থ সেন, ডাঃ পার্থসারথী সরকার, ডাঃ শুভাশিস গঙ্গোপাধ্যায়কে। ধন্যবাদ শ্রীমান স্নেহাশিস। অশোক মজুমদার, তন্ময় নন্দী, অয়ন চক্রবর্তী-সহ সকালে যাঁরা এসেছিলেন, বা দূর থেকেও যাঁরা শুভেচ্ছা পাঠাচ্ছেন , তাঁদেরও আন্তরিক ধন্যবাদ। আপাতত ওটি থেকে বেডে।” এখন কয়েকটা দিন হাসপাতালেই, সুস্থ হয়ে ফের কাজে ফেরার অপেক্ষায় কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন কুণালের ভক্ত ও অনুগামীরা।

 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...