Thursday, November 13, 2025

ভারতের স্পিন সামলে প্রথম দিন ৪৭ রানে এগিয়ে অজিরা

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনই স্পিনারদের দাপট। অজি স্পিনারদের স্পিনের ঘূর্ণিতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছে ১০৯ রানে। এরপর হোলকার ক্রিকেট স্টেডিয়ামের  উইকেটে ব্যাট করে টিকে থাকা ছিল  অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় প্রথম ধাপে উতরে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভারতের স্কোর ছাড়িয়ে গেলেও দিনটা খুব একটা স্বস্তিতে শেষ করতে পারেনি স্টিভ স্মিথের দল। ৪ উইকেটে ১৫৬ রান তুলে তৃতীয় টেস্টের প্রথম দিনটা শেষ করেছে অস্ট্রেলিয়া। সফরকারীরা আপাতত এগিয়ে ৪৭ রানে।

দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন উসমান খোয়াজা ও মারনাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে ভারতের স্কোর প্রায় ছুঁয়ে ফেলেন তাঁরা। রবীন্দ্র জাদেজার আর্ম বলে বিভ্রান্ত হয়ে লাবুশেন যখন বোল্ড হয়ে ফিরলেন, অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১০৮। শুধু এই উইকেটটিই নয়, অস্ট্রেলিয়ার হারানো সব কটি উইকেটই তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় ওভারে রিভিউ নিয়ে ট্রাভিস হেডের উইকেটটি নিয়েছিলেন জাদেজা। এলবিডব্লু হয়েছেন ৯ রান করা অস্ট্রেলীয় ওপেনার। এরপর খোয়াজা -লাবুশেনের ৯৬ রানের জুটি। উইকেট কামড়ে পড়ে থেকে ৯১ বলে ৩১ রান করেন লাবুশেন। তুলনায় একটু বেশি আক্রমণাত্মক খোয়াজা ফিরেছেন ১৪৭ বলে ৬০ রান করে। জাদেজাকে সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে শুবমান গিলের ক্যাচ আউট হয়েছেন খোয়াজা । অস্ট্রেলীয় ওপেনার ফিরেছেন দলকে ১২৫ রানে রেখে।

এর ২১ রান পর ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথকেও হারায় অস্ট্রেলিয়া। জাদেজার বলে সামনে পা বাড়িয়ে খেলতে গিয়েছিলেন স্মিথ। বড় বাঁক নিয়ে স্মিথের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার শ্রীকর ভরতের হাতে জমে যায় বল। পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরন গ্রিন এরপর দিনের বাকি ৫টি ওভার কাটিয়ে দেন।  এর আগে ভারতের ইনিংসে ৫ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান। তবে এখনও ম্যাচ শেষ হয়ে যায়নি ভারতের। কারণ, এই সিরিজ়ে বার বার দেখা গিয়েছে একটি সেশনে বদলে গিয়েছে খেলার ছবি।

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...