অপেক্ষার অবসান, মার্চেই খুলছে হুগলির বলরামপুর সেতু

আর কয়েকদিনের অপেক্ষা। তার পরই নতুন সেতুর উদ্বোধন করবেন কৃষি বিপণন ও পঞ্চায়েত প্রতি মন্ত্রী বেচারাম মান্না। থাকবেন হুগলির জেলাশাসক, হুগলির জেলা পরিষদের আধিকারিকেরা, চন্দননগর মহকুমা শাসক।

হুগলির চন্দননগর দিল্লিরোড থেকে সিঙ্গুরের নসিবপুর যাওয়ার সংযোগকারী বলরামপুর সেতু (Balarampur Bridge) নির্মাণ সম্পূর্ণ। জানালেন হুগলির জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়  (Subir Mukherjee)।

সিঙ্গুর ও চন্দননগরের মধ্যে বলরামপুরের যোগাযোগকারী সেতু নতুন করে তৈরির জন্য গত প্রায় তিনবছর ধরেই বন্ধ ছিল। দীর্ঘদিন সেতু বন্ধ থাকায় ঘুরপথে যান চলাচল করছিল। মার্চ মাসের মধ্যে এই সেতু দিয়ে যান চলাচল শুরু করে দেওয়া হবে।

আর কয়েকদিনের অপেক্ষা। তার পরই নতুন সেতুর উদ্বোধন করবেন কৃষি বিপণন ও পঞ্চায়েত প্রতি মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। থাকবেন হুগলির জেলাশাসক, হুগলির জেলা পরিষদের আধিকারিকেরা, চন্দননগর মহকুমা শাসক। থাকবেন সিঙ্গুর ব্লকের আধিকারিকেরাও।

 

Previous articleনাগেরবাজারের বহুতলে আ*গুন! পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল
Next articleভারতের স্পিন সামলে প্রথম দিন ৪৭ রানে এগিয়ে অজিরা