Tuesday, August 26, 2025

বিমা ক্ষেত্রে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে ২৯ মার্চ ধর্মঘটের ডাক জেএফটিইউর

Date:

Share post:

শেষ তিন চার বছরে বিমাক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে একটা জিনিস স্পষ্ট যে কেন্দ্র নিজেই বিষয়টি নিয়ে বিভ্রান্ত।বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করল সাধারণ বিমা কর্মচারীদের যৌথ মঞ্চ।

এ প্রসঙ্গে অল ইন্ডিয়া জেনারেল ইন্সুরেন্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সঞ্জয় ঝা বলেন, ১৮ টি সংগঠন মিলে আন্দোলনে নেমেছে।আসলে কেন্দ্রের লক্ষ্য, পাবলিক সেক্টর জেনারেল ইন্সুরেন্স কোম্পানিগুলো যাতে দুর্বল হয়ে পড়ে এবং সরকার সেগুলোকে সহজেই বেসরকারীকরণ করতে পারে। তিনি দাবি করেন, প্রাইভেট সেক্টরের সঙ্গে লড়াই করে আমরা আমাদের ৪০ শতাংশ শেয়ার ধরে রাখতে পেরেছি। ২১টি প্রাইভেট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে এবং ৬টি হেলথ ইন্সুরেন্স কোম্পানি আছে। আমাদের পরিষেবার ক্ষেত্রেও কোনও খামতি নেই কিন্তু সরকার যে কোন উপায়ে এটাতে বেসরকারীকরণ করতে চাইছে। ২০২১ সালে সরকার একটি বিলও পাস করিয়ে নিয়েছে। তিনি জানান, গত বছরে প্রায় ১ হাজার অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাগুলোর পুনর্গঠনের নামে কেন্দ্রের এই দফতর  সঙ্কোচন, শাখা বন্ধ, কর্মীদের অযৌক্তিক  বদলি করে সংস্থাগুলোকে দুর্বল করা ও সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করার বিরুদ্ধে আগামী দিনে টানা ধর্না নিজেদের কর্মসূচি নিতে চলেছে সাধারণ বিমা কর্মচারীদের যৌথ মঞ্চ।

যদিও এর আগে ২৩ ফেব্রুয়ারি সারা দেশে ধর্না কর্মসূচি পালন করেছে এই ১৮ টি বিমা সংস্থার যৌথ সংগঠন।আগামী ২ মার্চ এবং ১৬ মার্চ টিফিন বিরতির সময় বিক্ষোভ দেখাবে তারা।২৩ মার্চ আঞ্চলিক কেন্দ্রে ও প্রধান কার্যালয়ের সামনে অর্ধদিবস ধর্নায় বসবে তারা।সংগঠনের তরফে জানানো হয়েছে, ২৯ মার্চ একদিনের ধর্মঘট করবে তারা।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...