শুরু হতে চলেছে মহিলা আইপিএল। যার নাম দেওয়া হয়ে উইমেন প্রিমিয়ার লিগ। সেই নিয়ে একের পর এক চমক দিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দল, ক্রিকেটার নিলামের পর, প্রিমিয়ার লিগের ম্যাসকট প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। এদিন টুইট করে এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ। যেখানে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, একটি বাঘকে সাজানো হয়েছে মহিলা ব্যাটার। তার গায়ে রয়েছে ভারতের জাতীয় দলের মতো নীল রঙের জার্সি।

এদিন ম্যাসকটের ভিডিওটি প্রকাশ করে জয় শাহ লেখেন,” ও দ্রুত, হিংস্র এবং আগুনে পূর্ণ! ও মাঠে আগুন জ্বালাতে প্রস্তুত।”

কয়েক দিন আগেই মহিলাদের প্রিমিয়ার লিগের থিম সং ‘ইয়ে তো বাস শুরুয়াত হ্যায়’ প্রকাশ্যে এনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সব কিছু মিলিয়ে মহিলাদের নতুন টি-২০ প্রতিযোগিতার আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না বোর্ড কর্তারা তা আরও একবার প্রমাণিত।

Fast, fierce and full of fire! She's ready to set the field ablaze, lekin #YehTohBasShuruatHai !
Introducing the embodiment of the #TATAWPL our mascot #Shakti ! @BCCI @BCCIWomen @wplt20 @viacom18#WPL2023 #WomensPremierLeague pic.twitter.com/oZcKm7aGwq
— Jay Shah (@JayShah) March 2, 2023
আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, টপকে গেলেন কপিল দেবকে
