Thursday, November 6, 2025

নারী নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ হাওড়া ব্রিজের ট্রাফিক ওসি সৌভিক চক্রবর্তীর

Date:

Share post:

নারীর সম্মান রক্ষা করা সমাজের দায়িত্ব। শুধুমাত্র প্রশাসন নয়, সমাজের প্রতিটি মানুষকে এই দায়িত্ব পালন করতে হবে। রাস্তাঘাটে মহিলা যাত্রীদের নিরাপত্তা (Women Safety) সুনিশ্চিত করতে এবার বিশেষ পদক্ষেপ করলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Howrah bridge traffic Guard OC Souvik Chakraborty)। নির্ভয়া প্রকল্পের (Nirbhaya Project) অধীনে এই ‘গাড়ি মহিলাকে সম্মান করে’ (This Car Respects Women) শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি। রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয় অনুষ্ঠান। ব্রেবোর্ন রোডের জৈন তেরাপন্থ ভবন অডিটোরিয়ামে (Jain Terapanth bhavan auditorium on Brabourne Rd) এই বর্ণাঢ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)।

যত দিন যাচ্ছে ততই বাড়ছে নারী হেনস্থার ঘটনা। কর্মসূত্রে আজকাল বেশিরভাগ নারীকেই বাইরে বেরোতে হয়। সে ক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যেমন পুলিশ প্রশাসনের দায়িত্ব পাশাপাশি এই দিকে সজাগ দৃষ্টি দিতে হবে সাধারণ মানুষ বিশেষ করে পথ চলতে জনগণ এবং গাড়ির ড্রাইভারদের। ওসি সৌভিক যেন এইবার তাই সকলের সামনে তুলে ধরলেন। আজকের এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন অ্যাপ ক্যাব, অটো এবং ট্যাক্সি ড্রাইভারকে সফট স্কিল ডেভেলপমেন্টের বিষয় সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শহরের বুকে বিভিন্ন গাড়িতে মহিলা যাত্রীর হেনস্থার অভিযোগ যাতে আর একটাও না আসে সেই দিকটা মাথায় রেখে মহিলা যাত্রীদের প্রতি আচরণের ক্ষেত্রে কোন কোন পয়েন্ট মাথায় রাখতে হবে এই দিন সেই নিয়েও দীর্ঘক্ষন আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক (তৃতীয়) অরবিন্দ মিশ্র (Arvind Mishra), ট্রাফিক পুলিশের এসি (ওয়ান) তপন দে। এছাড়াও এদিন বিশিষ্ট অতিথি তালিকায় ছিলেন পর্তুগিজ চার্চের ফাদার ফ্র্যাঙ্কলিন মেনেজেস (Father Franklin Menezes ) , শিশু একাডেমী স্কুলের অধ্যক্ষ বি ঘোষ সহ অন্যান্যরা। সৌভিক চক্রবর্তী দায়িত্ব পাওয়ার পর থেকে সাধারণ মানুষের যাতে কোন সমস্যা না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রেখেছেন। তাঁর এই ধরনের সংবেদনশীল উদ্যোগ নিঃসন্দেহে নারীদের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং আগামী দিনে মহিলারা নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারবেন বলেই মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত শুভানুধ্যায়ীরা।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...