সিবিআই-এর পর আবগারি নীতি মামলায় এবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি। শুক্রবার তিহার জেলে গিয়ে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আর্থিক তছরূপ ইস্যুতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ব্যুরো বা ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি।

বিস্তারিত আসছে….শুক্রবার সিসোদিয়ার জামিন মামলার শুনানি ছিল আদালতে। তার আগে তিহাড় জেলে বন্দি মণীশকে বৃহস্পতিবার টানা জেরা করেন ইডির গোয়েন্দারা। বুধবারও কয়েক ঘন্টা জেরা করা হয় আম আদমি পার্টির এই নেতাকে। বৃহস্পতিবার ইডি তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত ঘোষণা করায় এই আপ নেতার জামিন পাওয়া আরও কঠিন হয়ে গেল বলে মনে করা হচ্ছে। এখন দু’টি মামলায় তাঁকে জামিনের জন্য আলাদা করে লড়াই করতে হবে।
