Saturday, August 23, 2025

মিলল না জামিন! ৩ দিন ইডি হেফাজতেই থাকতে হবে শান্তনুকে

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) ৩ দিনের ইডি হেফাজতের (ED Custody) নির্দেশ দিল আদালত। আগামী ১৩ মার্চ, সোমবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) বিশেষ আদালতে পেশ করা হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। এদিন আদালতে ঢোকার আগে এবং আদালত কক্ষে দাঁড়িয়েও শান্তনু দাবি করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে এদিন আদালতে বিস্ফোরক দাবি করে ইডি। আদালতে দাঁড়িয়েই ইডি জানায়, শান্তনুই নাকি ছিলেন কুন্তলের (Kuntal Ghosh) মেন্টর।

শনিবার আদালতে ইডি দাবি করে, শান্তনুর কথা মতোই তাপস মণ্ডলকে (Tapas Mondal) ১৯ কোটি টাকা দিয়েছিল কুন্তল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে বারাসতের শিক্ষক তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। এই তাপসই প্রথম কুন্তল ও শান্তনুর নাম ইডির আধিকারিকদের জানায়। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমে কুন্তল, তারপর একে একে তাপস ও শান্তনুকে গ্রেফতার করে।

আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাফ জানায়, কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হত। তবে এদিন ইডি শান্তনুকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করেছিল। যদিও শান্তনুর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। ইডির দাবি, শিক্ষা দুর্নীতিতে জড়িত এরা সকলে। তাই হেফাজতে রেখে জেরা প্রয়োজন। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। শান্তনুকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

 

 

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...