Saturday, August 23, 2025

প্রযোজকদের আয়ের উৎস জেনে ছবি সই করেন নাকি? টলিউডের পাশে দাঁড়িয়ে সরব শতাব্দী

Date:

Share post:

“একটি ছবিতে কেউ সই করলে তাঁর প্রোডিউসারের ইনকাম সার্টিফিকেট দেখেন নাকি? কোথা থেকে ইনকাম করে তিনি ছবি করছেন দেখেন? নাকি সেটা দেখা আমাদের কাজ? সাধারণত প্রোডিউসার (Producer) কী করেন এটা জানা হয়। তারপরেই কাজ শুরু হয়। প্রমাণ দিয়ে, আধার কার্ড দিয়ে, পাড়ায় মুদির দোকানে তার ধার আছে কিনা, সেসব জেনে কেউ ছবি করে না।” শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার টলিউডের একের পর এক নাম জড়ানোর পর ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ালেন অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)।

দুদিন আগেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে ইডি। সেখানে সামনে আসে কুন্তল ঘোষের থেকে অগ্রিম ৪০ লাখ টাকা নিয়েছিলেন বনি। এই নিয়ে প্রবল আলোচনা হয়। এই বিষয় নিয়ে এদিন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের পাশে দাঁড়ালেন শতাব্দী। তিনি বলেন, ‘‘স্থানীয় এসপি বা বিডিও-র সার্টিফিকেট দেখে কেউ তো কারও সঙ্গে মেলামেশা করেন না।’’

শনিবার নলহাটির বুজুং গ্রামে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে বীরভূম সাংসদ বলেন, ‘‘সব সময় অভিনেতা-অভিনেত্রীরা জেনে সব করেন তেমন তো নয়।’’ এরপরেই সমালোচকদের বিরুদ্ধে তোপ থেকে শতাব্দী বলেন, ‘‘যারা বড় বড় চ্যানেলে বসে অভিনেতা অভিনেত্রীদের বড় বড় জ্ঞান দেয় যে সব জানা উচিত, তাদের জিজ্ঞাসা করি, একটি ছবিতে কেউ সই করলে তাঁর প্রোডিউসারের ইনকাম সার্টিফিকেট দেখেন নাকি? কোথা থেকে ইনকাম করে তিনি ছবি করছেন দেখেন? নাকি সেটা দেখা আমাদের কাজ? সাধারণত প্রোডিউসার কী করেন এটা জানা হয়। তারপরেই কাজ শুরু হয়। প্রমাণ দিয়ে, আধার কার্ড দিয়ে, পাড়ায় মুদির দোকানে তার ধার আছে কিনা, সেসব জেনে কেউ ছবি করে না। তাই অভিনেতা অভিনেত্রীরা তাঁদের কাজ করতে যান, সেটাই তাঁরা করেন। অনেক সময় কোনও অভিযোগ থাকলে তখনই জানা যায় না। পরে জানা যায়।’’

সাংসদ অভিনেত্রীর কথায়, ‘‘সাবধানে চলো বলার মানে কী? সে তাঁর নিজস্ব কোনও অনুষ্ঠানে যাবে না। সেখানে গিয়ে কারও সঙ্গে ছবি তুলবে না। সেখানে গিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব হলে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করলে যাবে না। তাহলে তো ঠগ বাছতে গাঁ উজার হয়ে যাবে। তবে শতাব্দীর মতে, “তবে যতটা ঝামেলা এড়িয়ে চলা যায় ততই ভাল। এটা একটা পেশা, তাকে পেশাগতভাবেই নিতে হবে।”

আরও পড়ুন- শহিদবেদিকে এবার ‘অপবিত্র’ করতে দেবেন না নন্দীগ্রামবাসী: শুভেন্দুদের বার্তা তৃণমূলের

 

spot_img

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...