DA-এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ। বিরোধী রাজনীতিতে প্রভাবিত হয়ে অনশন-বিক্ষোভ-আন্দোলন করছেন। অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়ে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু সব আবেদন-আর্জিকে উপেক্ষা করে গতকাল, শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল আন্দোলনকারীদের যৌথমঞ্চ। যদিও তাদের ডাকা ধর্মঘটে কোনও প্রভাব পড়েনি। বরং, সরকারি দফতরগুলিতে হাজিরা ছিল সন্তোষজনক।

তবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে যে গুটিকয়েক সরকারি কর্মচারী DA-র দাবিতে ধর্মঘট করেছেন, তাঁদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার।
শুক্রবার ধর্মঘটী সরকারি কর্মচারীরা কর্মস্থলে হাজির না হওয়ায় তাদের শো-কজ করতে চলেছে নবান্ন। সোমবার থেকে শো-কজ নোটিশ পাঠানো হবে ওই ধর্মঘটীদের।

আরও পড়ুন- প্রযোজকদের আয়ের উৎস জেনে ছবি সই করেন নাকি? টলিউডের পাশে দাঁড়িয়ে সরব শতাব্দী

নোটিশ উপেক্ষা করে কেন তাঁরা নিজেদের দফতরে হাজির হননি তা জানতে চায় রাজ্য সরকার। গতকালই বিভিন্ন জেলা ও বিভিন্ন দফতরের আধিকারিকদের বলা হয়েছিল যারা শুক্রবার কর্মস্থালে অনুপস্থিত ছিলেন তাঁদের নামের তালিকা পাঠাতে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের আধিকারিকদের একটি বড় অংশই অনুপস্থিতি কর্মীদের তালিকা পাঠিয়ে দিয়েছেন। অনেকে আবার আজ তা পাঠিয়েছেন। সেই তালিকা অর্থ দফতরে আসার পরই সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকেই অনুপস্থিত কর্মীদের কাছে শো-কজের চিঠি পাঠানো হবে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে, ঠিক কী কারণে তাঁরা শুক্রবার অফিসে অনুপস্থিত ছিলেন। সন্তোষজনক উত্তর না পেলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই শো-কজ লেটারের উত্তর দিতে হবে।
