Tuesday, August 26, 2025

গুজরাট বিধানসভায় বিবিসির বিরুদ্ধে প্রস্তাব পাশ, ক*ড়া ব্যবস্থার সুপারিশ কেন্দ্রকে

Date:

Share post:

বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাট বিধানসভায় পাশ হয়ে গেল বিবিসির বিরুদ্ধে আনা প্রস্তাব। কী বলা হয়েছে ওই প্রস্তাবে ? ওই প্রস্তাবে মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্রে তথ্যবিকৃতি ঘটানোর জন্য বিবিসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে কেন্দ্রের কাছে।

গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক হিংসা নিয়ে দুই পর্বের একটি তথ্যচিত্র মাস দুয়েক আগে সম্প্রচার করে বিবিসি। গত জানুয়ারি মাসে সম্প্রচারিত সেই তথ্যচিত্রের প্রথম পর্বটি ভারতে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, তথ্যচিত্রের প্রথম পর্বে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খারাপ ভাবে চিত্রায়িত করা হয়েছে। বিদেশ মন্ত্রক এই তথ্যচিত্রকে ‘প্রোপাগান্ডা’ হিসাবে চিহ্নিত করে। টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া থেকে তথ্যচিত্রের সমস্ত চিহ্ন মুছে ফেলার নির্দেশও জারি করে মোদি সরকার।

এরপর বিতর্ক নতুন মাত্রা পায়। বিরোধীরা ওই ‘নিষিদ্ধ’ তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করে দেশের বিভিন্ন প্রান্তে। ফেব্রুয়ারিতে আয়কর ফাঁকি দেওয়ার মামলায় আয়কর হানা হয় বিবিসির দিল্লি এবং মুম্বইয়ের দফতরে। এ বার সেই তথ্যচিত্রের জেরেই গুজরাট বিধানসভায় পাশ করানো হল বিবিসি বিরোধী প্রস্তাব।

জানা গিয়েছে, শুক্রবার মোদি রাজ্যের বিধানসভায় দু’ঘণ্টা আলোচনার পর ধ্বনিভোটে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাব সমর্থন করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিঙ্ঘভি, বিজেপি বিধায়ক অমিত ঠক্কর, ধবলসিন জালা এবং মনীষা ভাকিল। পরে সিঙ্ঘভি বলেন, ‘‘এই তথ্যচিত্রটি শুধু প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নয়, ১৩৫ কোটি ভারতীয়েরও বিরোধী।’’ তখন এই প্রস্তাবটি পাশ করানো হয়, তখন অধিবেশন কক্ষে কোনও বিরোধী বিধায়ক উপস্থিত ছিলেন না। কারণ, গুজরাট বিধানসভায় শুক্রবার কংগ্রেস বিধায়করা ওয়াকআউট করেন।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...