Sunday, November 16, 2025

ফোনে ‘সোনার খনি’! ফের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল শান্তনুর

Date:

Share post:

ফের খারিজ জামিনের (Bail) আবেদন। আরও ১০ দিন ইডি হেফাজতেই (ED Custody) থাকতে হবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee)। মামলার পরবর্তী শুনানির দিন ২৪ মার্চ ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court)। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আদালতে যাওয়ার আহে নিয়োগ দুর্নীতিতে ‘মাস্টারমাইন্ড’-র (Mastermind) নাম সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন শান্তনু। তিনি সাফ জানান, এই মামলার মূল মাথা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পাশাপাশি কুন্তলের বিরুদ্ধে টাকা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও পাঠানোর অভিযোগ তুলেছেন শান্তনু।

অন্যদিকে, এদিন আদলতে ইডি দাবি করে, শান্তনুর মোবাইল (Mobile) থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। দুই আইফোনে না কি এমন অনেক নাম পাওয়া গিয়েছে যা শুনলে চমকে যেতে হবে। একই সঙ্গে ইডির দাবি, আগে এই দুর্নীতিতে আর্থিক অঙ্কের পরিমাণ ১১১ কোটি মনে করা হলেও এখন দেখা যাচ্ছে তা ৩৫০ কোটি টাকার। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের (ED) সওয়াল জবাবে উঠে আসে শান্তনুর বিপুল সম্পত্তির কথাও। পাশাপাশি এদিন ইডি আদালতে জানায়, শান্তনু যদি এই সব সম্পত্তির বিষয়ে কিছু জানেন না বলেন, তাহলে তাঁর স্ত্রীকেও তদন্তের আওতায় আনা হোক। একই সঙ্গে ইডি আদালতকে জানিয়েছে, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকায় নাম থাকা বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন।

তবে এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন শান্তনুর আইনজীবী জামিনের আর্জি জানালেও তার বিরোধিতা করেন ইডি আধিকারিকরা। তাঁরা বিচারপতিকে জানান, এখনও কিছু দিন তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আর তারপরই রায়দান স্থগিত রাখেন বিচারক। তবে দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক আরও ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেন শান্তনুর।

 

spot_img

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...