Thursday, August 21, 2025

ফোনে ‘সোনার খনি’! ফের ইডি হেফাজতের মেয়াদ বাড়ল শান্তনুর

Date:

Share post:

ফের খারিজ জামিনের (Bail) আবেদন। আরও ১০ দিন ইডি হেফাজতেই (ED Custody) থাকতে হবে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee)। মামলার পরবর্তী শুনানির দিন ২৪ মার্চ ধার্য করেছে ব্যাঙ্কশাল আদালত (Bankshal Court)। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আদালতে যাওয়ার আহে নিয়োগ দুর্নীতিতে ‘মাস্টারমাইন্ড’-র (Mastermind) নাম সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন শান্তনু। তিনি সাফ জানান, এই মামলার মূল মাথা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পাশাপাশি কুন্তলের বিরুদ্ধে টাকা রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও পাঠানোর অভিযোগ তুলেছেন শান্তনু।

অন্যদিকে, এদিন আদলতে ইডি দাবি করে, শান্তনুর মোবাইল (Mobile) থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। দুই আইফোনে না কি এমন অনেক নাম পাওয়া গিয়েছে যা শুনলে চমকে যেতে হবে। একই সঙ্গে ইডির দাবি, আগে এই দুর্নীতিতে আর্থিক অঙ্কের পরিমাণ ১১১ কোটি মনে করা হলেও এখন দেখা যাচ্ছে তা ৩৫০ কোটি টাকার। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের (ED) সওয়াল জবাবে উঠে আসে শান্তনুর বিপুল সম্পত্তির কথাও। পাশাপাশি এদিন ইডি আদালতে জানায়, শান্তনু যদি এই সব সম্পত্তির বিষয়ে কিছু জানেন না বলেন, তাহলে তাঁর স্ত্রীকেও তদন্তের আওতায় আনা হোক। একই সঙ্গে ইডি আদালতকে জানিয়েছে, শান্তনুর বাড়ি থেকে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকায় নাম থাকা বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন।

তবে এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন শান্তনুর আইনজীবী জামিনের আর্জি জানালেও তার বিরোধিতা করেন ইডি আধিকারিকরা। তাঁরা বিচারপতিকে জানান, এখনও কিছু দিন তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আর তারপরই রায়দান স্থগিত রাখেন বিচারক। তবে দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারক আরও ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেন শান্তনুর।

 

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...