Friday, August 22, 2025

“আপনাদের সাংসদরা কোথায়?” কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে প্রশ্ন DMK সাংসদের

Date:

Share post:

মুখেই ‘মারিতং জগত’! সংসদে শাসকদলকে চাপে ফেলতে সব বিরোধী দলগুলিকে ডেকে বৈঠক করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। তবে কার্যক্ষেত্রে সংসদের অন্দরে উপস্থিত থাকছেন না কংগ্রেসের(Congress) সাংসদরা। যার জেরে বিরোধী বৈঠকে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আর বাস্তবায়িত হচ্ছে না। এর জেরেই এবার কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত হয়ে ডিএমকে(DMK) সাংসদ টিআর বালু(T R Baalu) প্রশ্ন তুললেন, ‘আপনাদের সাংসদরা কোথায়?’ কংগ্রেসকে তাদের বাস্তব পরিস্থিতি বিচার করে আরও সক্রিয় ও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সংসদে বিরোধী রণকৌশল তৈরি করতে মঙ্গলবার ফের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে আলোচনা চলাকালীন কোনও মন্তব্য করেননি ডিএমকে সাংসদ টিআর বালু। বৈঠকের একেবারে শেষ পর্যায়ে তিনি মন্তব্য করেন, সংসদে কংগ্রেস সাংসদদের অনুপস্থিতির জেরে এক আলোচনার কোনওটাই বাস্তবায়িত করা যায়নি। সংসদে অনেককিছু করার পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু যোগ্য নেতৃত্ব ও সমন্নয়ের অভাবে কিছুই বাস্তবায়িত হয় না। বেশিরভাগ কংগ্রেস সাংসদই অনুপস্থিত থাকেন বিশেষ করে বিকেলের সময়ে। খাড়গের কাছে তিনি আবেদন জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য।

উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। যেখানে আদানি ইস্যুতে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। অধিবেশন শুরুর আগে নিয়ম করে সকালে বিরোধী দলগুলির বৈঠক ডাকছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে আপ, ডিএমকে, সিপিআই, সিপিএম, আরজেডি সহ মোট ১৬ রাজনৈতিক দলকে। তবে এই বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলকে। এরইমাঝে এই বৈঠক ও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুললেন ডিএমকে সাংসদ। পাশাপাশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সংসদে কংগ্রেস সাংসদদের গা ছাড়া মানসিকতা।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...