Sunday, November 16, 2025

বিয়ে ভাঙার ফিকির: যোগীরাজ্যে পাত্রীর শিক্ষার কারণে ফিরলেন পাত্র

Date:

Share post:

পাত্রীর শিক্ষাগত যোগ্যতা কম। এই অজুহাতে বিয়ে করতে অস্বীকার করল পাত্র। ঘটনাস্থল যোগী রাজ্যের কনৌজ জেলার তিরভা কোতোয়ালি এলাকার।শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার অজুহাতে বিয়ে বাতিলের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও পাত্রীর পরিবার জানিয়েছে, বিয়ে বাতিলের আসল কারণ যৌতুক।
পাত্রীর পরিবারের বক্তব্য, দম্পতিদের মধ্যে আদর্শগত বা নৈতিক পার্থক্যের কারণে কিছু বিবাহ বাতিল হয়ে যায়।কিন্তু পুরনো স্কুলের মার্কশিটে নম্বর কম থাকায় কেউ বিয়ে বন্ধ করে দিয়েছে তা জানা নেই।
পাত্রীর পরিবারের অভিযোগ, পাত্রের যৌতুকের দাবি মেটাতে না পারায় বিয়ে বাতিল করা হয়েছে।কারণ, গোদ ভরাই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানে পাত্র পক্ষের মহিলারা পাত্রীকে গ্রহণ করেন।এই অনুষ্ঠানের পর বিয়ে স্থগিত করেছে পাত্র।পাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে,বাগানওয়া গ্রামের রামশঙ্করের ছেলে সোনুর সঙ্গে তার মেয়ে সোনির বিয়ে ঠিক হয়েছিল।

গত বছরের ৪ ডিসেম্বর, ‘গোদ ভরাই’ অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে, পাত্রীর বাবা ৬০ হাজার টাকা খরচ করেন এবং বরকে ১৫ হাজার টাকা মূল্যের একটি সোনার আংটিও উপহার দেন।এর কয়েকদিন পর পাত্রের পরিবার আরও যৌতুক দাবি করে।পাত্রীর বাবা বরকে আরও যৌতুক দিতে পারবে না বলে জানিয়ে দেয়।এরপরই মার্কশিটে দশম নম্বর কম থাকার অজুহাতে পাত্র বিয়ে ভেঙে দেয়।দুি পরিবারের কাউন্সেলিং এর মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দু’বাড়ির অভিভাবকরা দেখাশোনা করে বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। কিন্তু পাত্রীর স্বজনদের অভিযোগ, শুরু থেকেই পাত্রের পরিবারের এই অভিসন্ধি তারা বুঝতে পারেননি।
সামাজিক চোখরাঙানিকে উপেক্ষা করে গ্রামের পাত্রীটি সাফ জানিয়ে দিয়েছে যে সে এই পাত্রকে বিয়ে করবে না। কারণ, এমন পরিবারের সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব নয়।

 

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...