চৈত্রের প্রথম দিনেই আসন্ন কালবৈশাখীর (Strom Alert) সতর্কবার্তা। গত কয়েকদিনের গরম আবহাওয়ার মাঝে চিত্রনাট্যে বড় পরিবর্তন (Weather Change)। বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri) কালবৈশাখীর দেখা মিলেছিল। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গেও দু*র্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (Hail Strom), ঝোড়ো দমকা (Wind Gust) হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আ*শঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা।

আবহাওয়ার গতি প্রকৃতিতে আচমকা বড় পরিবর্তন আসায় পর্যাপ্ত সর্তকতা গ্রহণের পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal) ঘন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস মিলল। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আ*শঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকার কথা বলা হচ্ছে। বিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে নবান্ন। আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এই কন্ট্রোলরুমে যোগাযোগের দুটি নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩ (8900793503 ) ও ৮৯০০৭৯৩৫০৪ (8900793504)। দুর্যোগপূর্ণ আবহাওয়ার গতি প্রকৃতির দিকে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেই নবান্ন (Nabanna) সূত্রে খবর।
