পারিবারিক অনুষ্ঠানের কারণে শুক্রবার মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে এরই মধ্যে ম্যাচ না খেলে ভাইরাল রোহিত শর্মা। শ্যালকের বিয়ে। সেই বিয়েতেই উদ্দাম নাচলেন হিটম্যান। আর সেই ভিডিও রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

ভাইরাল হওয়া ভিডিওয়তে দেখা যাচ্ছে রোহিত শর্মা স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে মঞ্চ মাতাচ্ছেন। শ্যালক কুনাল সাজদের বিয়ে ছিল। সেই বিয়েতেই তারকা জামাইবাবু জমিয়ে দিলেন আসর। শ্যালকের বিয়েতে মঞ্চ মাতালেন তিনিই। যেই ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে গানের সঙ্গে দেদার নাচছেন রোহিত এবং রীতিকা। যা মন কেড়েছে নেটিজেনদের। অনেকেই তাঁর নাচের প্রশংসা করেছেন।


Rohit Sharma's dance at his brother-in-law's marriage. pic.twitter.com/TTqalgeQH2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2023
রোহিতের নাচের ভিডিওতে একজন নেটিজেন কমেন্ট করেন, “হিটম্যান নিজের সেরা মুভ প্রদর্শন করছেন।” আরেকজন লেখেন, এখানেও তার ফুটওয়ার্ক ভরসা জাগানোর মত দুর্ধর্ষ। পায়ের নড়াচড়াও লক্ষ্য করার মত।”

আরও পড়ুন:জয় দিয়ে সিরিজ শুরু ভারতের, প্রথম একদিনের ম্যাচে অজিদের ৫ উইকেটে হারাল হার্দিকরা

