নিয়োগ দুর্নীতির তদন্ত (SSC recruitment Scam) যত এগিয়ে চলেছে ততই “গুণধর” কুন্তলের (Kuntal Ghosh) একের পর এক কীর্তি বাইরে আসছে। “কামিনীকাঞ্চন” কুন্তল অযোগ্য প্রার্থীদের ঘুরপথে চাকরি দেওয়ার জন্য কোটি কোটি টাকা তুলে তা নিয়ে যেমন মোচ্ছব করতেন, তেমনি আধ্যাত্মিকতাতেও বিশ্বাস ছিল তার। তাড়াপীঠে নিয়মিত যাতায়াত ছিল তৃণমূল থেকে বহিষ্কৃত এই যুবনেতার। তবে ধর্মীয়স্থানে তার এই আনাগোনা কতটা ভক্তিতে, আর কতটা ভয়ে—তা নিয়ে এখন যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) দাবি, গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত নিয়ম করে প্রতি মাসে তারাপীঠে পুজো দিতে যেতেন কুন্তল ঘোষ। তার সঙ্গে থাকতেন এক জ্যোতিষী। তারা মায়ের কৃপা পেতে বিশাল হোমযজ্ঞ-এর আয়োজন করা হতো। সেখানে হাজির ছিলেন রাজনৈতিক নেতা-নেত্রী থেকে গ্ল্যামার দুনিয়ার লোকজনও। একটি সূত্র বলছে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর নিয়োগ দুর্নীতি নিয়ে জোরকদমে নাড়াচাড়া শুরু হতেই কুন্তলের ভক্তি আরও বেড়ে যায়। দুর্নীতিতে নাম জড়ানো থেকে রেহাই পেতে ওই জ্যোতিষীর কথামতো তিনি তারাপীঠে যজ্ঞ করেন। কিন্তু হোমযজ্ঞের নানা আয়োজনের আড়ালে আদতে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে মনে করছে ইডি তদন্তকারীরা।


ধৃত কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতির মাধ্যমে ১০০ কোটি টাকা তুলেছেন বলে ইডি আগেই অভিযোগ করেছিল। বিপুল পরিমাণ অর্থ কোথায় রাখা আছে বা কাদের মাধ্যমে ‘সাদা’ করা হয়েছে, এখন সেই খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ইডি জানতে পেরেছে, ওই জ্যোতিষীর কথা খুব মেনে চলেন কুন্তল। সেই জ্যোতিষীর আবার রাজনৈতিক, প্রশাসনিক ও গ্ল্যামার জগতের প্রভাবশালীদের সঙ্গে ওঠাবসা রয়েছে। কুন্তলের একাধিক সহযোগীকে জিজ্ঞাসাবাদ করে এই চমকপ্রদ তথ্য জানতে পারে ইডি।
