Friday, November 7, 2025

নাটক! DA অনশন মঞ্চে ISF বিধায়ক নওশাদকে ধা*ক্কা

Date:

Share post:

নাটক? সাজানো ঘটনা! না কি রাগের বহিঃপ্রকাশ? শনিবার, DA অনশন মঞ্চের ঘটনা নিয়ে ধোঁয়াযশা। এদিন, বক্তৃতা করার সময় আচমকা ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) ধাক্কা দেন এক যুবক। মাইক হাতে যখন কথা বলছিলেন নওশাদ তখন হঠাৎই তাঁর সামনে উপস্থিত হন তিনি। সূত্রের খবর উনি বিধায়ককে জিজ্ঞেস করেন, সংখ্যালঘুদের জন্য নওশাদ কী করেছেন?। এর পর নিজের শরীরের কোনও আঘাত চিহ্ন দেখান তিনি। এরপরেই আইএসএফ বিধায়ককে ধাক্কা দেন যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন মঞ্চে উপস্থিত কয়েকজন।

ভাঙড়ের বিধায়ক বলতে যান, ‘‘আমি সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট কিছু করতে চাইছি না। সংখ্যালঘু, সংখ্যাগুরু…’’ কথা শেষ করতে না করতেই আচমকা নওশাদকে ধাক্কা মারেন ওই যুবক। হতচকিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন বিধায়ক। তাঁকে বার বার বলতে শোনা যায়, ‘‘এটা একটা নাটক… এটা একটা নাটক।’’ কিন্তু নাটকটা কে করল? কারা করাল তা স্পষ্ট নয়? অভিযুক্তকে আটক করে ময়দান থানার পুলিশ। আন্দোলনকারীরা অবশ্য জানান, ওই যুবককে তাঁরা চেনেন না। আগে ওই মঞ্চে তাঁকে দেখাও যায়নি।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এই ধরণের চড় বা শারীরিক হেনস্থা সমর্থন করি না। এটা সুস্থ রাজনীতি নয়। তবে এই মঞ্চ নাটকের মঞ্চ হয়েছে। নাটকের কোন অঙ্কে কে কী অভিনয় করছে সেটা বলা মুশকিল।”

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...