Saturday, December 27, 2025

বাড়ছে ডিগ্ৰি কোর্সের সময়সীমা! কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নয়া নির্দেশ রাজ্যের

Date:

Share post:

আর তিন বছর নয়, এবার রাজ্যে কলেজ (College) ও বিশ্ববিদ্যালয় (University) স্তরে চালু হতে চলেছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স (Degree Course)। ইউজিসি’র (UGC) নির্দেশিকা মেনে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ জুলাই (July) থেকে রাজ্যে চালু হচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স। নয়া নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক (Higher Secondary) উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চার বছরের অনার্স ডিগ্রি কোর্সেই ভর্তি হতে হবে। এতদিন যা ছিল তিন বছরের। তবে তিন বছরের ডিগ্রি কোর্সও থাকছে। সেক্ষেত্রে স্নাতক ডিগ্রি মিললেও অনার্স (Honours) মিলবে না।

স্নাতকের দু’টি সেমেস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার উত্তীর্ণ হলে সার্টিফিকেট কোর্স এবং চারটি সেমেস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ার উত্তীর্ণ হলে ডিপ্লোমা বলে গ্রাহ্য হবে। জানা গিয়েছে, চার বছরের কোর্সটি গবেষণাভিত্তিকও হতে পারে। আর সেক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্তরে স্নাতকোত্তর(Post Graduation) পাঠ্যক্রমের সময়সীমা ২ বছর থেকে কমিয়ে ১ বছর করার প্রস্তাবও দিয়েছে ইউজিসি। যদিও রাজ্য সরকার সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই খবর।

পাশাপাশি নির্দেশিকায় জানানো হয়েছে, ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে সরাসরি পিএইচডির ‘কোর্সওয়ার্ক’ শুরু করা যাবে। সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির নির্ধারিত এক বছরের কোর্সটি শেষ করলেই হবে। এদিকে স্নাতক পাঠ্যক্রম নিয়ে ইউজিসির সংশ্লিষ্ট নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে শুক্রবারই চিঠি পাঠানো হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে। রেজিস্ট্রারদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং আওতাধীন কলেজগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বোলপুরে ১৫ কোটি টাকার সম্পত্তির হদিশ অনুব্রতর হিসাবরক্ষকের!

spot_img

Related articles

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে...

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...