হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু আইপিএল ২০২৩। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে চেন্নাইয়ের। প্রস্তুতিতে ব্যস্ত গুজরাতও। আর এই গুজরাত দলে রয়েছেন বাংলার ঋদ্বিমান সাহা। গুজরাতের হয়ে অনুশীলনে যোগ দিলেন তিনি। সেই কথা নিজেই জানান তাঁর সোশ্যাল মিডিয়ায়। গতবছর গুজরাতে হয়ে দারুণ পারফরম্যান্স করেন পাপালি।

ঋদ্ধি সোশ্যাল মিডিয়ায় জানান,”প্রথম দিন অনুশীলন করলাম। কিছুক্ষণ কিপিং অনুশীলন করলাম। তারপর ব্যাটিং অনুশীলন করলাম। কিছুটা দৌড়লাম। বেশ ভাল লাগল। অনেকের সঙ্গে দেখা হল। প্রতিদিন উন্নতি করতে হবে আমাদের। ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে। আশা করছি এ বারও ভাল ফল হবে।”


গত বছরই প্রথম আইপিএল খেলেছিল গুজরাত। প্রথম বারেই চ্যাম্পিয়ন হয়েছিলেন হার্দিকরা। ঋদ্ধিমান ছাড়াও গুজরাতের হয়ে খেলেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

