Tuesday, December 30, 2025

ডে*ঙ্গি মোকাবেলায় ৮১৫ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

আসন্ন বর্ষার মরশুমে ডেঙ্গি প্রতিরোধ ও রোগীদের চিকিৎসা খাতে রাজ্য সরকার ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রাম এবং শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা মারা এবং সচেতনতা প্রচারের জন্য এক লক্ষ ৩২ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫ সদস্যের একটি করে দলকে এই কাজে নিযুক্ত করা হচ্ছে। আধা শহর এবং শহরাঞ্চলে আরও বেশি সংখ্যক কর্মীকে এই কাজে নিযুক্ত করা হবে। তাদের সকলকে সরকারি পরিচয় পত্র দেওয়া হবে। সাড়ে আট হাজার চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীকে ডেঙ্গু চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি মাস থেকেই শহর অঞ্চলে ডেঙ্গি প্রতিরোধে কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। গ্রামাঞ্চলে সারা বছরই ডেঙ্গি মোকাবিলায় কাজ চলবে। আগামী আর্থিক বছরের রাজ্যে ডেঙ্গি মোকাবিলার কৌশল নির্ধারণ করতে বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Diwadi) পৌরহিত্যে এক উচ্চপর্যায়ের বৈঠক বসে। ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা (B P Gopalika), অর্থসচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ ডেঙ্গি মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট ষোলটি দফতরের সচিব এবং সব জেলার জেলাশাসকেরা উপস্থিত ছিলেন।

সেই বৈঠকে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আরও ৬০ টি সরকারি এবং পুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র খোলা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৫০০ কিলোমিটার খাল ও নালা সপ্তাহে দুবার করে পরিষ্কার করা হবে। প্রাক বর্ষার মরশুমে বন্ধ কল কারখানা, সরকারি অফিস, বাস ডিপো, পরিত্যক্ত জমি এবং আবর্জনা ফেলার জায়গাগুলি নিয়মিত নজরদারি চালানো এবং সাফাই করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর, সমাজ কল্যাণ দফতর, পুলিশ এবং আবাসন দফতরকে সচেতনতা প্রচারের কাজে সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামের অঙ্গনওয়াড়ি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য নাগরিক কমিটির সদস্যদেরও সচেতনতা প্রচারের কাজে সামিল করা হবে। রাজ্য সরকার ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত ডেঙ্গি সপ্তাহ পালন করবে এবং এর আওতায় রাজ্যজুড়ে বিশেষ সাফাই অভিযান চালানো হবে বলেও এদিনের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বিরোধী ঐক্য সংঘটিত করতে নিজের বাসভবনে বৈঠক সারলেন পাওয়ার !


 

spot_img

Related articles

তৃণমূলের দাবিতে সায় কমিশনের! আরও মানবিক হওয়ার আবেদন অভিষেকের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ার শুনানি ঘিরে তৃণমূল কংগ্রেসের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। বয়স্ক,...

বাংলার রেল কাজে ঢিলেমি! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বাংলায় রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে এক সরকারি...

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...