Sunday, August 24, 2025

গণতন্ত্রের লজ্জা! রাহুলের সংসদ পদ বাতিলের একযোগে আক্রমণে মমতা- অভিষেকের

Date:

Share post:

‘মোদি’ পদবি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে ২ বছরের সাজার পর এদিন সাংসদ পদ খারিজ করা হয়েছে রাহুল গান্ধীর(Rahul Gandhi)। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এই ইস্যুতেই শুক্রবার রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে কড়া মোদি সরকারের বিরোধিতায় সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। জানালেন, এই ঘটনা গণতন্ত্রের লজ্জা। দেশের সংসদীয় গণতন্ত্র ক্রমশ নীচের দিকে যাচ্ছে।

লোকসভার সচিবালয় রাহুলের সাংসদ পদ খারিজের বিজ্ঞপ্তি জারি করার খানিকক্ষণের মধ্যেই টুইট করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নতুন ভারতে বিরোধী নেতারাই কেবল আক্রমণের মুখে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আলো করে রয়েছে সব অপরাধীরা। কিন্তু বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। দেশের সংসদীয় গণতন্ত্র ক্রমশ নীচের দিকে যাচ্ছে।”

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এক লাইনে টুইট করে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “গণতান্ত্রিক ভারত এখন সোনার পাথরবাটির মতো।” পাশাপাশি হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন ‘#ripdemocracy”

উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকে ভোটের প্রচারে কোলারের এক সভায় গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেন, “দেখা যাচ্ছে যারাই দুর্নীতি করছেন তাঁদের পদবি মোদি। নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। এদের প্রত্যেকের নামেই মোদি আছে কেন? সব চোরেদের নামেই মোদি কেন থাকে?” তাঁর এই মন্তব্যের জেরে বৃহস্পতিবারই সোনিয়া তনয়কে ২ বছরের জেলের সাজা শুনিয়েছিল সুরাট আদালত। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছে। লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার জানিয়ে দেওয়া হয়েছে, সংশোধিত জনপ্রতিনিধি আইন মেনে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হল।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...