Thursday, July 3, 2025

অমিত শাহর সঙ্গে ছবি দেওয়া প্রতা*রক গ্রেফ*তার

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে ছবি দেওয়া প্রতারককে গ্রেফতার করল পুলিশ (Police)। কেন্দ্রের ‘অতিরিক্ত সচিব’ হিসেবে ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে গুজরাটের ওই বাসিন্দাকে কাশ্মীরের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুসারে, কিরণ প্যাটেল নামে ওই ব্যক্তির এটা কাশ্মীরের তৃতীয় সফর। প্যাটেল দাবি করে, তাঁকে দক্ষিণ কাশ্মীরের আপেল বাগানের জন্য ক্রেতাদের চিহ্নিত করার জন্য সরকার নির্দেশ দিয়েছিল। এমনকী অভিযোগ, রাজধানীতে উচ্চপদস্থ আমলা এবং রাজনীতিবিদদের নাম নিয়ে কয়েকজন আইএএস অফিসারকেও ভয় দেখিয়ে ছিলেন প্যাটেল। আর এই প্রতারকের ছবি প্রকাশ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। সেই ছবি নিজেদের টুইটারে পোস্ট করে তৃণমূল কংগ্রেস ডাবল ইঞ্জিন সরকার নিয়ে বিজেপিকে তীব্র খোঁচা দিয়েছে।

২ মার্চ প্যাটেলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির ধারায় একটি মামলা দায়ের করা হয়। ৩ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। তার আগের সফরের সময়, তিনি পর্যটন হটস্পট গুলমার্গে ভ্রমণ করেছিলেন এবং দাবি করেছিলেন যে সরকার তাঁকে এই অঞ্চলে হোটেল সুবিধার উন্নতির জন্য দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন- হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

ভিআইপি চলাচলের কোনও তথ্য না থাকায় ২ মার্চ প্যাটেল বিমানবন্দরে নামার পরেই নিরাপত্তা সংস্থার সন্দেহ হয়। বিমানবন্দরে তাঁকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বুলেট-প্রুফ গাড়িতে উঠে হোটেলে চম্পট দেন প্যাটেল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করা হয়। তাঁর থেকে জাল পরিচয়পত্র উদ্ধার ও নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী অফিসের সামনেও নিরাপত্তা রক্ষী পরিবেষ্টিত হয়ে ছবি দিয়েছিলেন কিরণ প্যাটেল। এই রকম একজনের সঙ্গে অমিত শাহর ছবি কেন? তাহলে কী তাঁর নাম নিয়েই প্রভাব খাটান তিনি! এই বিষয় নিয়ে মুখে কুলুপ বিজেপির।

spot_img

Related articles

অস্কারের কোচিংয়েই ডুরান্ডে নামবে ইস্টবেঙ্গল

অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কোচিংয়েই ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)। বিদেশি ফুটবলারদের নামার খুব একটা...

কসবাকাণ্ডে কেস ডায়েরি তলব, কলেজকে হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের, পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছ থেকে কেস ডায়েরি তলব করল...

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল রাজ্যের সরকারি কলেজের পরিচালন সমিতির মেয়াদ 

রাজ্যের সব সরকার পোষিত কলেজে (Govt College)পরিচালন সমিতির মেয়াদ বাড়ল ৬ মাস পর্যন্ত। উচ্চশিক্ষা দফতরের (Department of Higher...

যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বৈদ্যবাটিতে!

ভোররাতে রক্তাক্ত জোড়া দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghli) বৈদ্যবাটিতে। বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর...