Friday, January 16, 2026

মুম্বইতে ৮ ঘণ্টা বসিয়ে রেখে রূপঙ্করকে গালি*গালাজ নামী সঙ্গীত পরিচালকের!

Date:

Share post:

‘সাওয়ারিয়া’ খ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মার হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল রূপঙ্করকে। শিলাজিৎ-এর শো’তে হাজির হয়ে এমনই অভিযোগ করলেন গায়ক।কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত বছর জনরোষের শিকার হয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচি। কিছুদিন আগেই অরিজিৎ সিং-এর ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার হতে হয় রূপঙ্কর বাগচিকে। যদিও সেইসব বিতর্ককে পাত্তা দিতে না-রাজ রূপঙ্কর।

অনেকেই হয়ত জানেন না, একবার রূপঙ্করকে চরম অপমান করেছিলেন মুম্বইয়ের এক নামী মিউজিক ডিরেক্টর।
শিলাজিৎ সঞ্চালিত একটি টক শো-তে এসে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন রূপঙ্কর। শুরুতেই শিলাজিৎ চেনা মেজাজে বলে ওঠেন, ‘রূপঙ্করকে গালাগাল অনেকেই দেয়। ফেসবুক লাইভ করলে গালাগাল দেয়…. মুম্বইয়ের এক পরিচিত মিউজিক ডিরেক্টরের বাড়িতে গিয়ে আট ঘণ্টা বসেছিল, সেইজন্যও গালাগাল দেয়…কী হয়েছিল কেসটা?’ শিলাজিৎ-এর প্রশ্নের জবাবে রূপঙ্কর বলেন, ‘শান্তনুদা (মৈত্র) ফোনে আলাপ করিয়ে দিয়েছিল। মন্টি (শর্মা)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বই, ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শোনানো হল, জ্যামিং হল। তারপর আমাকে বলল পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এটা বলে ও হাওয়া! পাঁচ মিনিট হতে হতে পাঁচ ঘন্টা কেটে গেল। আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপর ওখানে একজন রিসেপশনিস্ট ছিল সে বলছে মন্টি স্যার আজ আসবেন না।’

এখানেই শেষ নয়। এরপর রাতেরবেলা ফোন করে রূপঙ্করকে গালিগালাজ করেন ‘সাওয়ারিয়া’র মিউজিক ডিরেক্টর, অভিযোগ বাঙালি গায়কের। যদিও কোন সালে এই ঘটনা ঘটেছিল তা স্পষ্টভাবে জানাননি রূপঙ্কর। তিনি বলেন, ‘আমাকে মন্টি রাতে ফোন করে পাঞ্জাবিতে খিস্তি করছে। আমিও দু-চারটে খিস্তি দিয়েদিলাম বাংলায়। আমাকে বলছে, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম দরকার নেই তোর কাজের… ঠিক করিনি?’ বাহবা জানিয়ে শিলাজিৎ বলেন একদম ঠিক করেছিস।’

প্রসঙ্গত, অমিতাভ-রানি অভিনীত ‘ব্ল্যাক’ ছবির সঙ্গীত পরিচালনা করে খ্যাতির শীর্ষে উঠে এসেছিলেন মন্টি। এরপর ‘সাওয়ারিয়া’র মতো মিউজিক্যাল হিট ছবি তিনি উপহার দেন দর্শকদের। তবে ধীরে ধীরে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান এই শিল্পী। লক্ষ্মীকান্ত-প্য়ায়ারেলাল জুটির প্যায়ারেলাল শর্মার ভাইপো মন্টি। ২০১৮ সালে ‘জিনিয়াস’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব সামলেছিলেন তিনি।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...